বিনোদন

দুই নায়িকা নিয়ে নতুন সিনেমার ঘোষণা দিলেন নিশো

প্রবাহ বিনোদন: ভক্তদের হৃদয়ের নায়ক এবার হৃদয়ে ঝড় তুলেই সামনে এলেন। হেলিকপ্টারের দরজা খুলে যখন পা রাখলেন, তখনই অনেকের বোঝা হয়ে গেছে কে আসছেন। আর যখন ঝুটি বাঁধা চুল সামনে এল, ততক্ষণে সবাই নিশ্চিত হয়ে গেছেন তার ব্যাপারে। নতুন সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ভিডিওতে এভাবেই হাজির হয়েছেন ভক্তদের ‘হিরো’ আফরান নিশো। গত রোববার আফরান নিশোর জন্মদিন। বিশেষ এ দিনে ভক্তদের ইচ্ছা পূরণ করেছেন অভিনেতা। জানিয়েছেন, আর নয় অপেক্ষা, রোজার ঈদে ফিরছেন ‘দাগি’ সিনেমা নিয়ে। এর মাধ্যমে দেড় বছরের আড়াল ভেঙে নতুন ছবির খবর দিলেন নিশো। অভিনেতার ভক্তরাও তাই ভীষণ উচ্ছ্বসিত। তাদের উদ্দেশে ভিডিওতে নিশোর বার্তা, ‘এত দিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পাইলে কি আর দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো, এই দাগির সঙ্গে দেখা হবে ঈদে! একটা কথা মনে রাখবা, তোমাদের সঙ্গে দেখা হবে সিনেমা হলে, ক্লিয়ার।’ গল্পের প্রতি ভরসা রেখেই ‘দাগি’ বানাচ্ছেন শিহাব শাহীন। তার ভাষ্য, ‘মুক্তি আর প্রায়শ্চিত্যের গল্প এটি। দুই বছর ধরে গল্পটি নিয়ে কাজ করছি। নতুন কিছুই দর্শক দেখতে পাবে। এই ধরনের গল্প এখানকার দর্শক দেখেনি আগে।’ এদিকে ‘সুড়ঙ্গ’র পর নিশোর পাশাপাশি তমা মির্জাও ছিলেন বড় পর্দায় অনুপস্থিত। তিনিও ফিরছেন এই ছবির মাধ্যমে। বলেন, ‘এটা আমার জন্য একই সঙ্গে চ্যালেঞ্জের এবং প্রশান্তির। দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারছি কি না সেটা একটা চ্যালেঞ্জ। অন্যদিকে প্রশান্তি হলো দেরি করে ফিরলেও ঠিকঠাক একটা প্রোডাকশনে ফিরতে পারছি।’ প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, দর্শকের প্রত্যাশার কথা মাথায় রেখেই ‘দাগি’ নির্মাণ করছেন তারা। এ ছবিতে ভিন্ন অবতারে নিশোকে উপস্থাপন করা হবে বলে জানালেন তিনি। সংশ্লিষ্টরা কেউ যদিও ছবিটির শুটিংসংক্রান্ত কোনো তথ্য দেননি। তবে বিভিন্ন সূত্রে আগেই খবর এসেছে, ‘দাগি’র শুটিং চলছে বেশ কিছু দিন ধরে। দাগিতে নিশো-তমাই থাকছেন প্রধান দুই চরিত্রে। সুনেরাহকে দেখা যাবে বিশেষ একটি চরিত্রে। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button