বিনোদন

‘সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন’- মিশা সওদাগর

প্রবাহ বিনোদন : অভিনেতা মিশা সওদাগর ৯৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সাধারণত চলচ্চিত্রে তিনি খলনায়ক হিসেবে অভিনয় করে থাকেন। বস নাম্বার ওয়ান, অল্প অল্প প্রেমের গল্প এবং বীর ছবিতে তার ভূমিকার জন্য তিনি ৩ বার বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। অভিনয়ের পাশাপাশি মিশা সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন। সম্প্রতি এক পোস্টে তিনি উল্লেখ করেছেন যে, ‘সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন।’একটি ছবি পোস্ট করে মিশা ক্যাপশনে লিখেছেন, ‘সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন। তবে হাসি মুখে পরিস্থিতি মেনে নিয়ে চেষ্টা করতে দোষ কি? সবাই ভালো থাকুক।’শেয়ার করা ছবিতে দেখা যায়, অভিনেতা মিশা সওদাগর বেশ হাসিখুশি মেজাজে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন। এদিকে কমেন্ট বক্সে সেলিম নামে এক নেটিজেন লিখেছেন, ‘সুন্দর কথা বলছেন বস ভালো থাকুন আপনিও।’আরেকজন ভক্ত লিখেছেন, ‘একদম ঠিক কথা। সত্যিকারের সুখ খুঁজে পাওয়া কঠিন হতে পারে, কিন্তু ইতিবাচক মানসিকতা ধরে রাখা জীবনের পথচলাকে সহজ করে তোলে। হাসিমুখে পরিস্থিতি মেনে নিয়ে এগিয়ে যাওয়াই জীবনের আসল সৌন্দর্য। সবাই ভালো থাকুক, সুখে থাকুকÑএটাই তো সবচেয়ে বড় চাওয়া।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button