বৈশাখে বিজরী-দিনারের স্মৃতিচারণে পাঁচফোড়ন

প্রবাহ বিনোদন: বাংলা নববর্ষ মানেই বাঙালির প্রাণের উৎসব। এই উৎসবকে ঘিরেই এবারও ফাগুন অডিও ভিশনের আয়োজনে তৈরি হয়েছে বৈশাখের বিশেষ ‘পাঁচফোড়ন’। বছরের এই বিশেষ দিনে বিনোদনের এক অনন্য প্যাকেজ নিয়ে হাজির হচ্ছে দেশের অন্যতম পুরনো এবং জনপ্রিয় অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠানটি। এটির প্রতিটি আয়োজনে যেমন থাকে নাট্যরস, তেমনি গানে গানে উঠে আসে বৈশাখের আবহ ও আবেগ। এবারের আয়োজনও ব্যতিক্রম নয়।
পাঁচফোড়নের এবারের মূল আকর্ষণÑটেলিভিশনের জনপ্রিয় তারকা দম্পতি বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনারের অভিনীত নাট্যাংশ। অনুষ্ঠানে দেখা যাবে, এক দম্পতি পয়লা বৈশাখের দিনে তাদের জীবনের পুরোনো স্মৃতি রোমন্থন করছেন। কথোপকথনের ফাঁকে দর্শক দেখতে পাবেন মন ছুঁয়ে যাওয়া গান, নাটক ও বৈচিত্র্যপূর্ণ প্রতিবেদন।
এবারের পাঁচফোড়নে গান রয়েছে বিশেষ মাত্রায়। “নবীনের ডাক এসো”শিরোনামে একটি হৃদয়গ্রাহী গান গেয়েছেন রবি চৌধুরী, গানের কথা লিখেছেন বরেণ্য গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান। আরেকটি গান “পঞ্জিকাটা বদলে গেল”কণ্ঠে তুলে ধরেছেন পান্থ কানাই, যার গীতরচয়িতা লিটন অধিকারী রিন্টু। দুই গানেই সুর ও সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। শিল্পীদের আবেগমাখা কণ্ঠ আর নান্দনিক দৃশ্যায়নের এই গানগুলো দর্শকদের মনে বৈশাখের ছোঁয়া এনে দেবে নিঃসন্দেহে। গাছের পাতার মাধ্যমে সুর তুলে চমক সৃষ্টি করেছেন মোশাররফ হোসেন, যা অনুষ্ঠানকে আরও রঙিন করে তুলবে।
অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি ও বৈশাখের পোশাকের সবচেয়ে বড় হাট সিরাজগঞ্জের শাহজাদপুর কাপড়ের হাটের উপর একটি অনুসন্ধানী প্রতিবেদন। এছাড়াও থাকছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের কিছু তরুণের গড়া ‘চাপালী যুব সংঘ’ নামের ব্যতিক্রমী ক্লাবের গল্প। কর্মহীন সময়কে গল্প-গুজব, হাসি-আনন্দে ভরিয়ে তোলা এবং প্রবীণদের সম্পৃক্ত করার এই উদ্যোগ উঠে এসেছে আরেকটি বিশেষ প্রতিবেদনে।
বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখকে ঘিরে নির্মিত এই অনুষ্ঠানে যেমন রয়েছে আবেগময় স্মৃতিচারণ, তেমনি আছে ব্যঙ্গাত্মক ও রসাত্মক নাট্যাংশ। এতে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনয়শিল্পীরাÑসুভাশিষ ভৌমিক, আব্দুল আজিজ, শাহেদ আলী, কাজী আসাদ, সুজাত শিমুল, আনোয়ারুল আলম সজল, নজরুল ইসলাম, সুবর্ণা মজুমদার, মোহাম্মদ বারী, রেশমা, আলভী প্রমুখ।
পয়লা বৈশাখের সন্ধ্যায় পরিবারের সবাইকে নিয়ে বসে উপভোগ করার মতো একটি পূর্ণাঙ্গ আয়োজন হয়ে উঠেছে এবারের ‘পাঁচফোড়ন’। অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামীকাল সোমবার রাত ৭টা ৫০ মিনিটে এটিএন বাংলায়।