আন্তর্জাতিক

কাজাখস্তানে নিরাপত্তা সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠক করবেন পুতিন-শি

প্রবাহ ডেস্ক : ইউরেশীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা জোট সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) এর একটি শীর্ষ সম্মেলনে বৈঠক করতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। গতকাল বুধবার কাজাখস্তানে অনুষ্ঠিত এসসসিও সম্মেলনের ফাঁকে এই বৈঠক হবে। জোটটিকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের প্রভাব মোকাবেলার একটি হাতিয়ার হিসেবে দেখে মস্কো ও বেইজিং। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। পুতিন এবং শি এসসিওকে প্রসারিত করেছেন। ২০০১ সালে রাশিয়া, চীন এবং মধ্য এশিয়ার দেশগুলোকে নিয়ে এই জোটটি প্রতিষ্ঠিত হয়। পাশ্চাত্যের প্রতিকূল হিসেবে জোটে ভারত, ইরান এবং পাকিস্তানকে অন্তর্ভুক্ত করা হয়। কাজাখের রাজধানী আস্তানায় ৩-৪ জুলাই এসসিও শীর্ষ সম্মেলনে অনুষ্ঠিত হবে। ক্রেমলিন জানিয়েছে, সম্মেমলনের ফাঁকে বুধবার একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন পুতিন। কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ আয়োজিত অনানুষ্ঠানিক নৈশভোজের আগে শি, তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এবং আজারবাইজান, মঙ্গোলিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে পুতিনের দেখা করার কথা রয়েছে। ভারত জানিয়েছে, এই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগ দিতে পারবেন না। তবে তার পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে পাঠাচ্ছেন তিনি। চলতি মাসের শেষের দিকে মোদির মস্কো সফরে যাওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button