পাকিস্তানে আদিবাসীদের মধ্যে সংঘর্ষে নিহত অন্তত ৪২
প্রবাহ ডেস্ক: উত্তর-পশ্চিম পাকিস্তানে আদিবাসীদের মধ্যে জমি নিয়ে বিবাদে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা গতকাল সোমবার জানিয়েছে। আন্তঃপারিবারিক দ্বন্দ্ব পাকিস্তানে সাধারণ কিন্তু খাইবার পাখতুনখোয়ার পার্বত্য উত্তর-পশ্চিমাঞ্চলে এ ঘটনাগুলো সহিংস এবং দীর্ঘ হতে পারে। স্থানীয় পুলিশ কর্মকর্তা মুর্তাজা হুসেন বলেছেন, সুন্নি মুসলিম মাদাগি এবং শিয়া মালি খেল, এই দুই আদিবাসী বুধবার থেকে লড়াই করে যাচ্ছে। ঘটনার প্রথমে একজন বন্দুকধারী কৃষিজমি নিয়ে কয়েক দশক ধরে চলে আসা বিরোধের আলোচনায় একটি কাউন্সিলে গুলি চালায়। ওই হামলায় কেউ হতাহত হয়নি তবে হুসেন বলেছিলেন, এ হামলার কারণে আফগানিস্তানের সীমান্তে কুররাম জেলায় পাশাপাশি বসবাসকারী গোষ্ঠীগুলোর মধ্যে দীর্ঘস্থায়ী ধর্মীয় উত্তেজনা পুনরুজ্জীবিত করেছে। নাম প্রকাশ না করে খাইবার পাখতুনখওয়ার প্রাদেশিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘সরকারি প্রচেষ্টার মাধ্যমে কুর্রাম আদিবাসী জেলায় পরিস্থিতি কিছুক্ষণের জন্য স্বাভাবিক হয়েছিল কিন্তু রাতে আবার গোলাগুলি শুরু হয়।’ তিনি আরো বলেন, বুধবার থেকে স্থানীয় পুলিশ নিহতের সংখ্যা ৪২ জন হয়েছে বলে জানিয়েছে। নিহতের মধ্যে সবাই পুরুষ। তবে তাদের মধ্যে কিছু নারীসহ ১৮৩ জন আহত হয়েছে। গত রোববার মৃতের সংখ্যা ৩৫ ছিল এবং বলা হয়েছিল ১৫০ জনের বেশি আহত হয়েছে। উপজাতীয় যোদ্ধারা সাধারণত নারী, শিশু এবং বাড়িঘরকে লক্ষ্য করে হামলা চালায় না। পাকিস্তান একটি সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশ যেখানে শিয়ারা প্রায়ই বৈষম্য ও সহিংসতার সম্মুখীন হয়। কুররাম হলো সাবেক ফেডারেল শাসিত উপজাতীয় অঞ্চলের অংশ, একটি আধা-স্বায়ত্তশাসিত এলাকা। যা ২০১৮ সালে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সঙ্গে একীভূত হয়েছিল। এই পদক্ষেপটি এই অঞ্চলটিকে আইনি এবং প্রশাসনিক মূলধারায় নিয়ে এসেছে। যদিও পুলিশ এবং নিরাপত্তা বাহিনী প্রায়ই সেখানে আইনের শাসন প্রয়োগ করতে লড়াই করে। সূত্র : এএফপি