আন্তর্জাতিক

ইসমাইল হানিয়াকে সমাহিত করা হবে কাতারে

প্রবাহ ডেস্ক : ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়াকে কাতারের রাজধানী দোহার উত্তরে লুসাইল কবরস্থানে গতকাল শুক্রবার দাফন করা হবে। দেশটির ইমাম মোহাম্মদ বিন আবদুল ওয়াহাব মসজিদে অনুষ্ঠিত হবে তার জানাজা। গত বুধবার ভোর রাতে ইরানের রাজধানী তেহরানে এক হামলায় দেহরক্ষীসহ প্রাণ হারান হামাস প্রধান ইসমাইল হানিয়া। হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে আসছে হামাস ও ইরান। খবর এএফপির। ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়া দোহায় সংগঠনটির অন্যান্য নেতার সঙ্গে বসবাস করে আসছিলেন। হামাস জানিয়েছে, তার জানাজায় আরব ইসলামি দেশগুলোর নেতার পাশাপাশি অন্যান্য ফিলিস্তিনি সংগঠনের প্রতিনিধি ও সদস্যরা অংশ নেবেন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, বুধবার তেহরানে তার বাড়িতে অবস্থানের সময় হামলার শিকার হন হানিয়া। মঙ্গলবার অনুষ্ঠিত ইরানের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তেহরানে এসেছিলেন তিনি। হামলার জন্য ইসরায়েলকে দায়ী করা হলেও দেশটি এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। বুধবারের ওই হামলার কয়েক ঘণ্টা আগে ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের উপকণ্ঠে বিমান হামলা চালিয়ে হামাসের মিত্র সংগঠন লেবানন ভিত্তিক মিলিশিয়া গ্রুপ হিজবুল্লাহর সামরিক কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করে। এসব হত্যাকা-ের কারণে গাজা যুদ্ধকে কেন্দ্র করে সিরিয়া, লেবানন, ইরাক ও ইয়েমেনে থাকা ইরান সমর্থিত সশস্ত্র সংগঠনগুলোতে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে যা গোটা মধ্যপ্রাচ্যকে আরও অশান্ত করে তুলতে পারে। এর আগে বৃহস্পতিবার তেহরানে ইসমাইল হানিয়ার জানাজা অনুষ্ঠিত হয় যাতে অংশ নিয়ে শ্রদ্ধা জানান হাজার হাজার জনতা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ওই জানাজায় ইমামের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি এই হত্যাকা-ের জবাবে ‘কঠিন শাস্তি’ দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button