আন্তর্জাতিক

রাশিয়ার ১ হাজার বর্গ কিলোমিটার দখলের দাবি ইউক্রেনের

প্রবাহ ডেস্ক : রাশিয়ার এক হাজার বর্গ কিলোমিটার ভুখ- নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেন বাহিনী। ইউক্রেনের শীর্ষ একজন কমান্ডার এমন দাবি করেছেন। গতকাল মঙ্গলবার বিবিসির অনলাইন এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। কমান্ডার ওলেকসান্দার সিরিক্সি বলেছেন, ইউক্রেন বাহিনী কুরস্ক অঞ্চলে আক্রমণাত্বক অভিযান শুরু করেছে। গত সাতদিন ধরে এটি চলছে বলে দাবি করেছেন সিরিক্সি। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই যুদ্ধ এখন রাশিয়ার দিকে ধাবিত হচ্ছে। তবে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এই অভিযানকে গুরুতর উসকানি হিসেবে উল্লেখ করেছেন। সেইসঙ্গে তিনি রুশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন যে তারা যেন শত্রুদের ভূখ- থেকে বের করে দেয়। নিরাপত্তার জন্য কুরস্ক অঞ্চল থেকে এখন পর্যন্ত লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সেইসঙ্গে আরও ৫৯ হাজার জনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কুরস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর অ্যালেক্সি স্মিরনভ পুতিনের সঙ্গে বৈঠকে বলেছেন, ইউক্রেনের বাহিনীর কাছে ২৮ গ্রামের পতন হয়েছে। সেইসঙ্গে ১২ জন বেসামরিক নিহত হয়েছেন। সেখানের পরিস্থিতি এখনো কঠিন বলে উল্লেখ করেছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button