আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৯

প্রবাহ ডেস্ক : মধ্য ও উত্তর গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছে। শনিবার রাতভর হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে। এ নিয়ে গত এক সপ্তাহে সেখানে অন্তত ১৫০ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। এদিকে গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলি হামলায় একই পরিবারের আটজন নিহত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী গাজার উত্তরে জাবালিয়ার শরণার্থী শিবিরগুলোতে বিমান ও স্থল অভিযান চালিয়েছে। শনিবারের হামলায় জাবালিয়ার দুটি বাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া মধ্য গাজার নুসেইরাত শিবিরে হামলায় ১০ জন নিহত হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, জাবালিয়ায় হামাস তাদের অবকাঠামো পুনরুদ্ধার করার চেষ্টা করেছে। বাস্তুচ্যুত লোকজন বলছেন,ইসরায়েলি সামরিক বাহিনী জাবালিয়াকে ঘিরে রেখেছে এবং তাদের একটি করিডোর দিয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। এদিকে নুসেইরাত শিবিরে হামলায় বাবা-মা ও তাদের ছয় সন্তান নিহত হয়েছে। হামলায় আরও সাতজন আহত হয়েছে। এদের মধ্যে দুই নারী ও শিশু রয়েছে। হতাহতদের বেশিরভাগের বয়স ৮ থেকে ২৩ বছরের মধ্যে। গাজা যুদ্ধের এক বছরের বেশি সময়ে ইসরায়েলি বাহিনী প্রায় প্রতিদিনই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে বলে দাবি করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তারা গাজার স্কুল, মসজিদ ও হাসপাতালগুলোতে অভিযান চালাচ্ছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button