জাপানি ও দক্ষিণ কোরীয় নেতাদের সঙ্গে বাইডেনের সাক্ষাৎ

প্রবাহ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত শুক্রবার পেরুর লিমায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) শীর্ষ সম্মেলনের এক ফাঁকে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিন দেশের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে একটি ত্রিপাক্ষিক সচিবালয় তৈরির ঘোষণাও দেন নেতারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রে নতুন ট্রাম্প প্রশাসন শুরু হওয়ার আগে তিন দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের অগ্রগতির প্রচেষ্টা হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনেকের ভয়, ২০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পর বিশ্বব্যাপী দেশগুলোর মধ্যকার সম্পর্কে একটি বড় ধরণের রাজনৈতিক পরিবর্তন আসতে পারে। ওয়াশিংটন ও এর দুটি ঘনিষ্ঠ এশীয় মিত্রদের মধ্যকার এই বৈঠকের খবরটি এমন সময় এলো, যখন ট্রাম্পের শাসনামলে বেইজিংয়ের সঙ্গে মার্কিন সম্পর্কের দ্বন্দ্ব আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্প চীনা পণ্য আমদানির ওপর তীব্র শুল্ক বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন, যেটি চীনের অর্থনীতির প্রবৃদ্ধিকে বাধা দিতে পারে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে রুশ আগ্রাসনকে সমর্থনের জন্য রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের পাশাপাশি, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে কয়েক দশক ধরে চলা সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা ম্লান হয়ে যাওয়ায় এশিয়ায় উত্তেজনা আরও বাড়ছে। একটি যৌথ বিবৃতিতে ‘ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে বিপজ্জনকভাবে প্রসারিত করতে উত্তর কোরিয়া ও রাশিয়ার নেতাদের সিদ্ধান্তের তীব্র নিন্দা করে জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।’