খানজাহান আলী থানা যুবলীগ ও ৩৩নং ওয়ার্ড আ’লীগ’র বিশাল মিছিল

খানজাহান আলী থানা প্রতিনিধিঃ খানজাহান আলী থানা যুবলীগ ও ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বিশাল মিছিল নিয়ে খুলনায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক সমাবেশে অংশগ্রহণ করেন। গতকাল সোমবার সকাল ১১টার পর থেকে খানজাহান আলী থানা যুবলীগ ও ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ যোগিপোল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন পয়েন্টে জমায়েত হয়। বেলা ১২টার পর খানজাহান আলী থানা যুবলীগ ও ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগ ৭টি ট্রাক ও ৫টি বাস যোগে খুুলনার উদ্দেশ্যে রওনা দেন। বহরটি খুলনার জোড়াগেটে পৌছে খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক ও যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকনের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল নিয়ে সাদা রঙের টিশার্ট টুপি সহ বাহারী রঙে সজ্জিত হয়ে ঐতিহাসিক সমাবেশে যোগ দেয়। এ সময় ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী জাকারিয়া রিপন, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন খানজাহান আলী থানা শাখার সভাপতি ইউসুফ আলী খলিফা, জেলা পরিষদের সদস্য ও থানা জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম বাবু, ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, ব্যাংকার জাহিদ ইকবাল, আ’লীগ নেতা এফ এম জাহিদ হাসান জাকির, আবু হেনা বাবলু, হোসেন আলী হাওলাদার, মোড়ল মুজিবর রহমান, তরিকুজ্জামান মনির, সোহেল চৌধরী, আলামিন, যুবলীগ নেতা জাহিদ আল মামুন, ইউপি সদস্য কাজী শহিদুল ইসলাম পিটো, শেখ আমজাদ হোসেন, রফিকুল ইসলাম, শাহ হাফিজুর রহমান, মনির হোসেন শেখ তরিকুল ইসলাম, যুবলীগ নেতা আলামিন, রুবেল, সাবেক মেম্বর মোস্তাফিজুর রহমান মোস্তাক, শহিদুল ্ইসলাম, মনিরুল ইসলাম, ইমরান আলী রনি, আব্দুল কাদের, তৈয়বুর রহমান লিটন মো. হানিফ, নজরুল ইসলাম, রেজাউল ইসলাম, নিলুফার ইয়াসমিনসহ থানা ও ওয়ার্ড আ’লীগ, যুবলীগের হাজার হাজার কর্মীরা অংশ নেয়।