কেএমপি’র সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণ কর্তৃক বঙ্গবন্ধুর সমাধি সৌধে দোয়া
স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত সদ্য অতিরিক্ত ডিআইজি (অতিঃ উপপুলিশ মহাপরিদর্শক), পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণ ১৪ নভেম্বর মঙ্গলবার দুপুর দেড়টায় গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতা যুদ্ধের মহান স্থপতি বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে পুষ্পস্তবক অর্পণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার শত্রু ঘাতকদের নির্মম বুলেটের আঘাতে শহীদ জাতির জনক বঙ্গবন্ধু সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এসময় সদ্য পদোন্নতি প্রাপ্ত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ পদোন্নতি পেয়ে দেশ সেবার সুযোগ পাওয়ায় মহান সৃষ্টিকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একইসাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা, পেশাদারিত্বের দায়িত্ব পালন করে স্মার্ট পুলিশ বাহিনী বিনির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এরপর সদ্য পদোন্নতি প্রাপ্ত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের পক্ষ থেকে ডেপুটি পুলিশ কমিশনার হতে অতিরিক্ত ডিআইজি (অতিঃ উপপুলিশ মহাপরিদর্শক) পদে পদোন্নতি প্রাপ্ত ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে রক্ষিত পরিদর্শন বইতে গভীর শ্রদ্ধার সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করে স্মৃতিচারণ মূলক স্তবক লিপিবদ্ধ করেন এবং পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণ স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন, কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার হতে অতিরিক্ত ডিআইজি (অতিঃ উপপুলিশ মহাপরিদর্শক) পদে পদোন্নতি প্রাপ্ত ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান, বিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) এম.এম শাকিলুজ্জামান, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার থেকে পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএম-সেবা এবং সহকারি পুলিশ কমিশনার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত সহকারি পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) শেখ জয়নুদ্দীন, পিপিএম।