দৌলতপুরে সন্ত্রাসীদের হামলায় এক ব্যক্তি রক্তাক্ত জখম : মামলা
স্টাফ রিপোর্টার: নগরীর দৌলতপুর থানাধীন দেয়ানা মুকূল ভান্ডার এলাকায় মঙ্গলবার দুপুরে সন্ত্রাসীদের হামলায় আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি রক্তাক্ত জখম। দৌলতপুর থানায় আসামি দুজনের নাম উল্লেখ করে মামলা। সন্ত্রাসী হামলায় আহত আশরাফুল ইসলাম এর স্ত্রী ও মামলার বাদী মাহফুজা পারভীন (২১) দৌলতপুর থানায় মামলার এজাহারে উল্লেখ করেন আমার স্বামী আশরাফুল ইসলাম (৩০) ১৪/১১/২৩ তারিখ দৌলতপুর বাজার থেকে বাড়ীতে যাওয়ার পথে বেলা অনুমান দেড়টার সময় দৌলতপুর থানাধীন দেয়ানা মুকুল ভান্ডার ঈদগাঁর সামনে পাঁকা রাস্তার উপর পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে আসামীদ্বয় আসামী,৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাঃ সম্পাদক হারুনুর রশিদ’র ছেলে শুভ (৩০) ও দৌলতপুর পাবলা দত্তবাড়ীর গোলাম মাওলানা কুদ্দুস’র ছেলে হাবিবুল্লাহ (৩১), জেলা-খুলনা আমার স্বামীর পথরোধ করে অকথ্য ভাষায় গালি গালাজ করে। আমার স্বামী তাদেরকে গালি গালাজ করতে নিষেধ করলে ২নং আসামী হাবিবুল্লাহ আমার স্বামীকে ঝাপটে ধরে রাখে এবং ১নং আসামী শুভ এর হাতে থাকা ধারালো অস্ত্র সিজারিয়ান ব্লেড দিয়ে খুন করার উদ্দেশ্যে আমার স্বামীর ডান হাতের বাহুতে ২টি এবং বাম হাতের কব্বির উপরে ১টি পোষ মেরে একাধিক শিরা কেটে গুরুত্বর রক্তাক্ত জখম করে।তার চিৎকারে আমি ও সাক্ষী আব্দুল করিম (২৬), পিতা শাহআলম ফকির সহ এলাকাবাসী তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।গুরুত্ব জখম আশরাফুল ইসলাম বর্তমানে খুলনা মেডিখেল কলেজ হাসপাতালে সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধনি রয়েছে। আশরাফুল ইসলাম কে উদ্ধার করতে আসা এলাকাবাসীর সামনে আসামীরা আবারো একাকি পেলে মারপিট খুন জখমের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।ঘটনার প্রত্যক্ষ্যদর্শীগন জানান, শুভ ইতিপূর্বে মাদক,ছিনতাইসহ নানা ঘটনার সাথে জড়িত ছিল। উক্ত ঘটনাটি ফেসবুকে ভাইরাল হয়েছে।স্থানীয় লোকজনের সহায়তায় গুরুত্বর রক্তাক্ত জখম অবস্থায় ইজি বাইকে করে খুলনা মেডিকেল করে হাসপাতালে নিয়ে ভর্তি করি দৌলতপুর থানার অফিসার ইনর্চাস জানান,উক্ত ঘটনায় মামলা রুজু করা হয়েছে।ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।