স্থানীয় সংবাদ

নির্বাচনের তফসিল ঘোষনায় দৌলতপুর থানা আ’লীগের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ১৫ নভেম্বর মঙ্গলবার রাতে তফসিল ঘোষণা করায় আগামী ৭ জানুয়ারি-২০২৪ নির্বাচনের দিন ঘোষনা করায় তাৎক্ষণিক দৌলতপুর থানা আওয়ামী লীগের নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল দৌলতপুর বেবিটেক্সি ইউনিয়ন থেকে শুরু করে দৌলতপুরের প্রধান প্রধান সড়ক প্রতিক্ষণ শেষে দৌলতপুর থানা আওয়ামী লীগ কার্যালয় সমাপ্ত করেন। মিছিলপূর্বক পথসভায় সভাপতিত্ব করেন দৌলতপুর থানা আওয়ামীলীগের সভাপতি শেখ সৈয়দ আলী ও সঞ্চালনায় ছিলেন দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ। এসময় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন নগর আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ,সাংবাদিক মোজাম্মেল হক হাওলাদার, সাবেক প্যানেল মেয়র মোঃ মনিরুজ্জামান খান খোকন , বীর মুক্তিযোদ্ধা শেখ মোশারফ হোসেন, শেখ দাউদ হায়দার,শাহীন জামাল পন,শেখ সরোয়ার হোসেন, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও দৌলতপুর থানা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক শেখ মোহাম্মদ আলী, দৌলতপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সেলিম, শেখ অহিদুজ্জামান,মিজানুর রহমান তরফদার মির্জা,এস এম নুরুল হক নুরু,ওয়াজেদ আলী মজনু, শাহাদাত মিনা, আছিফুর রশিদ আছিফ, আব্দুর রউফ মোড়ল, মফিজুর রহমান হিরু, মনিরুল ইসলাম তরফদার , মাকসুদ হাসান পিকু, আবু জাফর হাওলাদার, হারুন অর রশিদ,জাফর ইকবাল মিলন, শেখ অহিদুজ্জামান অহিদ,শরিফুল ইসলাম খোকা,কাউন্সিলর শেখ শামসুউদ্দিন আহম্মেদ প্রিন্স,কাউন্সিলর গোলাম রব্বানী টিপু, শেখ আঃ হালিম, রানা পারভেজ সোহেল, রেজাউল শেখ, শেখ কওছার আলী,খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আবুল হোসেন কার্ফু,বজলু হাওলাদার, সভাপতি ইলিয়াছ মোল্ল্যা ও সাধারন সম্পাদক জহিরূল ইসলাম পান্নু, এম রুহুল আমিন, শহিদুল ইসলাম সেলিম,ইমাম হোসেন রুবেল, মোঃ আবুল হোসেন,শাহাআলম মাতুব্বর,তুহিন শেখ, ইকবাল আহমেদ ধনী,মিতা বাগর্চী,ফারহানা পারভেজ নিপু ,নাহিদ সুলতানা, বিনু ইসলাম, বিউটি ইসলাম,শাহ আলম মাতুব্বর,তুহিন শেখ,শাকিল বিন আলম, মনিরুল খলিফা,জামিরুল ইসলাম বন্দ, যুবলীগ নেতা বাচ্চুর মোড়ল, ফয়সাল তালুকদার,সুমন দাস, যুবনেতা মোঃ রিপন হাওলাদার, বিএল কলেজ ছাত্রলীগের রাকিব মোড়ল, নিশাত ফেরদৌস অনি, রেজওয়ান মোড়ল,মোঃ মামুন হোসেন,ইব্রহীম বন্দ,খন্দকার কামরুল হাসান, আবু তালেব বন্দ,রিপন মোড়ল , স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান কামাল, মহিউদ্দিন রাজু,বাবলু নন্দী,পলাশ বন্দ, সহ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button