স্থানীয় সংবাদ

বাগেরহাটে সড়কে ঝরল নারী ইউপি সদস্যের প্রাণ

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় রাস্তায় মটর সাইকেল থেকে ছিটকে পড়ে নিহত হয়েছেন লিপিকা রানী বিশ^াস (৪৫) নামের একজন সংরক্ষিত ইউপি সদস্য। নিহত লিপিকা রানী জেলার চিতলমারী উপজেলার চরবানিয়ারী উত্তরপাড়া গ্রামের মৃত সুবোধ বিশ^াসের স্ত্রী এবং চরবানিয়ারী ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য। ঘটনাস্থলের প্রর্ত্যক্ষদর্শীরা জানান, লিপিকা রানী মঙ্গলবার সকালে চিতলমারী উপজেলা থেকে দেবর রঞ্জিতের মটরসাইকেলে চড়ে বাগেরহাট জেলা সদরে আসার পথে সদর উপজেলার কান্দাপাড়া বাজারের কাছে মটরসাইকেল থেকে সিটকে পড়ে। রক্তাক্ত অবস্থায় তাকে বাগেরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনার খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ দুপরের দিকে হাসপাতালে যায় এবং লাশের সুরতহাল করে। বাগেরহাট সদর মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম বুধবার বিকেলে জানান, সড়ক দুর্ঘনায় নিহত ইউপি সদস্যা লিপিকা রানী বিশ^াসের মৃত দেহ সদর হাসপাতালে রয়েছে এ খবর বিলম্বে পেয়ে আমরা লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর হবে। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
টাকা ফেরত পেতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button