জাকির দুঃসময়ের একজন ত্যাগী কর্মী ছিলেন

দোয়া অনুষ্ঠানে সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি
স্টাফ রিপোর্টার ঃ ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ মাগরিব ১৮নং ওয়ার্ডের গাজী মিজানুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। প্রধান অতিথির বক্তৃতায় সেখ জুয়েল বলেন, জাকির দুঃসময়ের একজন ত্যাগী কর্মী ছিলেন। তিনি বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক হিসেবে মানুষের পাশে থেকে রাজনীতি করেছেন। তিনি ওয়ার্ডের প্রতিটি মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকতেন। দলের যে কোন প্রয়োজনে তিনি তার সর্বস্ব দিয়ে কাজ করেছেন। তিনি কর্মীবান্ধব নেতা হিসেবে সব সময় কর্মীদের খোজ খবর রাখতেন। প্রধান অতিথি নিরহংকার ও ত্যাগী এ নেতার রুহের মাগফেরাত কামনা করেন। ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ জাহিদুল ইসলামের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবীর, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, তসলিম আহমেদ আশা, শেখ আবিদ উল্লাহ, কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু, কাউন্সিলর রাজুল ইসলাম রাজু, কাউন্সিলর জাকির হেসেন বিপ্লব, কাউন্সিলর রোজী ইসলাম নদী, তকদির এ এলাহী, অহিদ মোড়ল, মুজাহিদুল হক, মশিয়ার রহমান, ফরিদ উদ্দিন, মোজাম হোসেন, আফজাল হোসেন, মো. মহিউদ্দিন, অহিদুল শিকদার, মোসলেম উদ্দিন হাওলাদার, অপু প্রমূখ।