স্থানীয় সংবাদ

কুয়েটের ভিসি ও শিক্ষকবৃন্দের সাথে এস এম কামাল’র মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া এবং শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে খুলনা-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী এস এম কামাল হোসেন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর সোমবার দুপুর ১২টায় বিশ^^বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার বলেন, “আমরা এমন সংসদ সদস্য চাই যার হাত ধরে খুলনা-৩ আসনের চেহারা পাল্টে যাবে, এই অঞ্চল হবে বাংলাদেশের মডেল”। এস এম কামাল হোসেন বলেন, “আমি সেবক হিসেবে সকলের পাশে থাকতে চাই। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে সততার সাথে কাজ করতে চাই”। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, বিইসিএম বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ইকরামুল হক, সিএসই বিভাগের প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল, ইআইএএকুয়েট প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন, প্রধান প্রকৌশলী এ, বি, এম, মামুনুর রশীদ, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী হুসাইন মোহাম্মদ এরশাদ, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান ও কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাসিব সরদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার। সতবিনিময় সভায় বিশ^বিদ্যালয়ের ইনস্টিটিউট পরিচালকগণ, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, পরিচালকগণ, হল প্রভোস্টগণ, দপ্তর প্রধানগণসহ শিক্ষক সমমিতি, অফিসার্স এসোসিয়েশন ও কর্মচারী সমিতির নের্তৃবৃন্দ, কুয়েট ছাত্রলীগ নের্তৃকৃন্দ ও বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button