বিহারীদের পূর্ণবাসনের বিষয়টি প্রধানমন্ত্রী দেয়া আশ্বাস বাস্তবায়ন করুণ

খালিশপুরে এসপিজিআরসির মত বিনিময় সভায় বক্তারা
স্টাফ রিপোর্টার ঃ এসপিজিআরসি খালিশপুর থানা কমিটির উদ্যোগে বুধবার বিকেলে ৩নং ক্যাম্প কমিউনিটি স্টোরে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসপিজিআরসি সাঃ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ ফরিদ খান। প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আঃ খালেক, বিশেষ অতিথি ছিলেন খুলনা ৩নং আসনের আ’লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম কামাল হোসেন, মহানগর আ’লীগ নেতা আশরাফুল ইসলাম, খালিশপুর থানা আ’লীগের সভাপতি আলহাজ্ব একেএম সানাউল্লাহ নান্নু, সাঃ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম বাশার, মহিলা আ’লীগ নেত্রী পারভীন আক্তার, ১০নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম প্রিন্স, সংরক্ষিত আসনের কাউন্সিলর খাদিজা সুলতানা সোনালী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মনি, আ’লীগ নেতা মঞ্জুরুল আলম, ইমরুল ইসলাম,এসএম আঃ খালেক, আরজু কোরাইশী, মোহাম্মদ আলী, শামীমুল বাহার প্রমূখ। বক্তারা বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এখন বিহারী সম্প্রদায়ের কিছু চাওয়া নেই। তবে নির্বাচিত হওয়ার পর নেতারা বিহারীদের বিষয়টি দেখবেন। বিশেষ করে বিহারীদের স্বসম্মানের সাথে পূর্ণবাসনের বিষয়টি প্রধানমন্ত্রী দেয়া আশ্বাস মাঠ পর্যায়ের বাস্তবায়ন যাতে দ্রুত হয় সে বিষয়টি দেখার দাবি করা হয়।