বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হলো নতুন বই
প্রবাহ ডেস্ক
২০২৪ সালের শুরুতেই ১ জানুয়ারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হলো নতুন বই। আমাদের প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত তথ্য।
কয়রা
কয়রা সদের অবস্থিত সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে ২০২৪ সালের বই বিতরণ উৎসব পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, ইউএনও পতœী ফরিয়া আনজুম নিপা ও সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহাারুল ইসলাম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম। আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক রনজিত কুমার বাইন, অভিভাবক সদস্য মিজানুর রহমান, শিক্ষার্থী জয়ত্রী মন্ডল, লামিয়া তাসমীম প্রমুখ। অনুরূপ উপজেলার ৭টি ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় বই বিতরণ অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে।
ডুমুরিয়া
খুলনার ডুমুরিয়ায় বই উৎসবের মধ্যে দিয়ে সকল শিক্ষার্থীদের মাঝে পাঠ্য-বই বিতরণ করা হয়েছে। সামবার সকাল ১০টার দিকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ বই দেয়া হয়। উপজেলা শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারের নির্দেশনা মতে প্রতি বছরের ন্যায় এবারও বছরের প্রথম দিনে তুলে দেয়ার কথা পাঠ্য বই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সে লক্ষ্য নিয়ে কার্যক্রম অব্যাহত রাখে এবং গতকাল সোমবার সকালে যথারীতি সেই বই ছাত্র-ছাত্রীদের মাঝে দেয়া হয়। এরমধ্যে প্রাথমিক পর্যায়ে উপজেলার ২১৪টি স্কুলসহ উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীনস্থ মোট ২৩ হাজার ১’শ ৩০জন শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ১৬ হাজার ৮’শ ১৫ খানা বই দেয়া হয়। আর মাধ্যমিক পর্যায়ে ২৮ হাজার ১’শ ৫০ জন শিক্ষার্থীর মাঝে ২ লাখ ৮১ হাজার ৯’শ ৩০ খানা বই দেয়া হয়। এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান জানান, প্রাথমিক শিক্ষা অর্ন্তভুক্ত বিগত বছরের ন্যায় এবারও আমরা উপজেলার সকল শিক্ষার্থীর মাঝে নতুন পাঠ্য বই তুলে দিয়েছি। এ বছর আমরা ২৩ হাজার ১’শ ৩০ জন শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ১৬ হাজার ৮’শ ১৫ খানা বই বিতরণ করেছি। তার মধ্যে প্রাক শ্রেনীতে বই ও অনুশীলন খাতাসহ বিতরণ করা হয় ৪ হাজার ৪’শ ৪০ খানা এবং প্রথম শ্রেণীতে দেয়া হয় ১৪ হাজার ৭’শ খানা, দ্বিতীয় শ্রেণীতে ১৪ হাজার ৭’শ খানা, তৃতীয় শ্রেনীতে ২৮ হাজার ৮’শ খানা, ৪র্থ শ্রেনীতে ২৬ হাজার ৭’শ খানা, ৫ম শ্রেনীতে ২৫ হাজার ৮’শ খানা বই। এছাড়া কিন্ডার গার্টেনসহ উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো অধীনস্থ ১৬ হাজার ৭৫ খানা বই বিতরণ করা হয়। বই বিতরণ নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস জানান, ডুমুরিয়ায় এবছর ২৮ হাজার ১’শ ৫০ জন শিক্ষার্থীর মধ্যে ২ লাখ ৮১ হাজার ৯’শ ৩০ খানা বই দেয়া হয়েছে। এরমধ্যে ৬৬টি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী হল ১৯ হাজার ৬’শ জন এবং ৩৪টি মাদ্রাসার দাখিলে আছে ৪ হাজার ৫০ জন আর এবতেদায়ীতে আছে ৪ হাজার ৫’শ জন। এ প্রসঙ্গে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল আলম বলেন- বছরের প্রথম দিনেই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব হয়েছে। নতুন ক্লাসে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা মহাখুশি। আমি নিজে উপজেলার সরকারি বালিকা বিদ্যালয়সহ উপজেলা সদরের মাধ্যমিক ও সাজিয়াড়া সরকারি মডেল স্কুলে গিয়ে শিক্ষার্থীদেও হাতে বই তুলে দিয়েছি। একই সাথে তাদের সুন্দও ভবিষ্যৎ গড়তে শিক্ষায় মনোযোগী হতে বলা হয়েছে।
ফুলতলা
ফুলতলা উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে সোমবার বেলা ১২টায় উপজেলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বই বিতরণ উৎসব- ২০২৪ অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহনাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ইউ.আর.সি ইন্সট্রাকটর রুহুল আমিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোরাদুল ইসলাম, বিদ্যালয়ের সহ-সভাপতি জয়নাল আবেদিন জুলু, প্রধান শিক্ষক মোঃ আলম সরদার, সরদার মনিরুল ইসলাম, ফিরোজা বেগম, এইচ. এম সিহাব উদ্দীন উমর, সহকারী শিক্ষক গোলাম রব্বানী প্রমুখ। অনুরূপভাবে, আলকা পল্লী মঙ্গল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠানের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বই বিতরণ উৎসব পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদিরা বেগমসহ সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
পাইকগাছা
পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে সরকারি বালিকা ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়। বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে ও শহিদুল ইসলাম। অনুরূপভাবে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন।
সাতক্ষীরা
সাতক্ষীরায় উৎসব মূখর পরিবেশে বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৪ লাখ ২০ হাজার ৮৫৬ জন শিক্ষার্থীর মাঝে ২৪ লাখ ৮৮ হাজার ৪৫৬টি বই বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে জেলার মোট ২ লাখ ৩৬ হাজার ৮৫৬ জন শিক্ষার্থীর মাঝে ১০ লাখ ২১ হাজার ৫০২ টি বই এবং মাধ্যমিক পর্যায়ে ১ লাখ ৮৪ হাজার শিক্ষার্থীর মাঝে ১৪ লাখ ৬৬ হাজার ৯৫৪টি বই বিতরন করা হয়েছে। ১ জানুয়ারি সোমবার সকাল ১০ টায় সিলভার জুবিলি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মধ্য দিয়ে জেলায় বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এরপর পর্যায়ক্রমে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা বিদ্যালয়সহ জেলার বিভিন্ন স্কুলে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন কারিমি, সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুঁইয়া, সিলভার জুবিলি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী, সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বছরের প্রথম দিনে প্রাথমিক পর্যায়ের শতভাগ শিক্ষাথীদের মাঝে বই বিতরণ করা হলেও এবার জেলায় মাধ্যমিক পর্যায়ে মোট ৩১ লাখ ৭০ হাজার ৩০২ টি বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।
পিরোজপুর
সোমবার সকাল ১০টায় পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় বিনামূল্যের নতুন পাঠ্যপুস্তক। বই পেয়ে বেজায় খুশি শিক্ষার্থীরা। এ বছর জেলায় ১ লক্ষ ৪০ হাজার ৪৯০ জন শিক্ষার্থীর হতে ১৬ লক্ষ ৯১ হাজার ৫১৩ টি বই বিতরণ করা হয়। পিরোজপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিবেকানন্দ মজুমদারের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিরোজপুর পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস আলী আযিযী। বছরের প্রথম দিনে বই উৎসবের মাধ্যমে সকল শিক্ষার্থীর হাতে পৌঁছে দেয়া হয়েছে এ নতুন বই।
নড়াইল
নববর্ষে নতুন বইয়ের ঘ্রাণে আনন্দে উচ্ছোসিত ও উদ্বেলিত শিক্ষার্থীরা। সোমবার সকাল সাড়ে ৯ টায় নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহম্মদ আশফাকুল হক চৌধুরী। জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী, সরকারি কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়, নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নড়াইল দক্ষিণ-পূর্ব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবশংকর মাধ্যমিক বিদ্যালয়, নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট বিদ্যালয়, কালেক্টরেট বিদ্যালয়, পুলিশ লাইনস্ বিদ্যালয়সহ জেলার ৩টি উপজেলার সরকারি -বেসরকারি মাধ্যামিক, প্রাথমিক বিদ্যালয়, কারিগরি বিদ্যালয় ও মাদ্রাসায় এ বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলায় মাধ্যমিক স্তরে মোট বই এর চাহিদা ছিল ১১ লক্ষ ২৯ হাজার ৪ শত ৮৬ টি, এবং প্রাথমিক পর্যায়ে চাহিয়া ছিল ৩ লক্ষ ৬৬ হাজার ৪ শত ১৭ টি। প্রাথমিক এর চাহিদা অনুযায়ি সব বই পাওয়া গেছে, মাধ্যমিক স্তরের এখনো সব বই আসেনি।
ভেড়ামারা
কুষ্টিয়ার ভেড়ামারা প্রি-ক্যাডেট স্কুলে সোমবার বই উৎসবে অনুষ্ঠানে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। বছরের প্রথম সকালেই প্রথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর হাতে পৌঁছে গেছে বই। প্রতিটি স্কুলে স্কুলে এই বই উৎসবে সামিল হয়েছে হাজার হাজার শিক্ষার্থী। হাতে নতুন বই পেয়ে তাই খুশি শিক্ষার্থীরা। বই উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফিরোজা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা প্রি-ক্যাডেট স্কুলের সভাপতি ও ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি ভেড়ামারা পাইলট মাধ্যামিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মতিউর রহমান, ভেড়ামারা প্রেসক্লাবের কোষাদক্ষ্য আব্দুল আলিম, মাদ্রাসার সুপার হাফেজ ফয়জুল আজিজ প্রমুখ।