স্থানীয় সংবাদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে উৎসবমুখর : ভোটার ভোট কেন্দ্রে হাজির করতে নেতাকর্মীদের আহবান

খুলনা জেলা সৈনিক লীগের মতবিনিময়কালে শেখ হারুন

স্টাফ রিপোর্টার ঃ খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশিদ বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে উৎসব ও আনন্দোঘণ পরিবেশে । এজন্য ভোটারদের ভোট কেন্দ্রে হাজির করতে হবে, শেখ হাসিনার উন্নয়নের কথা বলতে হবে। আর সেক্ষেত্রে প্রত্যেকটি নেতাকর্মী কে মানুষের কাছে যেয়ে ভোট চাইতে হবে। নাগরিক হিসেবে ভোট কেন্দ্রে যাওয়া এবং ভোট দেওয়া নৈতিক দায়িত্ব ও কর্তব্য। তাহলে ভোটার উপস্থিতি নিশ্চিত করা যাবে। মনে রাখতে হবে ষড়যন্ত্রকারীরা থেমে নেই। একের পর এক নানান অপকৌশল চালিয়ে যাচ্ছে। এজন্য নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। প্রয়োজনে সাধারণ মানুষের সাথে সার্বক্ষণিক খোঁজ-খবর রাখতে হবে। মনে রাখবেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেখিয়ে দিতে চায়, এই সরকারের অধীনেই অবাধ,সুষ্ঠু, নিরেপক্ষ নির্বাচন সম্ভব। তিনি আরও বলেন, দেশের স্বার্থে -জনগণের কল্যাণে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে আমাদের নিরালস ভাবে কাজ করতে হবে। কারন শেখ হাসিনা সরকারের বিকল্প আজও বাংলাদেশে সৃষ্টি হয়নি। তিনি গতকাল সোমবার বঙ্গবন্ধু সৈনিক লীগ খুলনা জেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জেলা পরিষদে কার্যালয়ে মতবিনিময়কালে নেতাকর্মীদের উদ্দেশ্যে এসকল কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিএমএ সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, সদস্য জামিল খান, শিউলি সরোয়ার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জি: মাহফুজুর রহমান সোহাগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ খুলনা জেলা শাখার সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এসএম ফরিদ রানা, যুগ্ম আহবায়ক ইঞ্জি: শাহরুখ ইসলাম রানা, মোঃ রফিকুল ইসলাম রফিক, তালুকদার শহিদুল ইসলাম, সদস্য মোঃ আতিয়ার রহমান বিশ্বাস, গাজী আহম্মদ আলী, এসএম শাহীন আলম, জলিলুর রহমান, অলোক মল্লিক, রুবাইয়েত হোসেন, মেহেদী হাসান ফয়সাল, এসএম সৌরভ, অনুরুদ্ধ রায়, ববিতা রায়, মফেজ শেখ প্রমূখ। মতবিনিময় শেষে সৈনিক লীগ নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদ এবং সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারীর সাথে ইংরেজি নববর্ষ উপলক্ষে ফুলেল শুভেচছা বিনিময় করেন। এর আগে খুলনা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের নির্বাচন পরিচালনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাসেল মুন্সি উপস্থিত ছিলেন। ওইদিন সকালে নেতৃবৃন্দ খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, খুলনা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠিতা সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টুর ৭০তম জন্মদিনের কেক কাটেন এবং ফুলেল শুভেচছা বিনিময় করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button