তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন ২৫ জানুয়ারী দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন

কুয়েট কর্মচারী সমিতির সাধারণ সভায়
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (কুয়েট) কর্মচারী সমিতির বার্ষিক সাধারণ সভায় সমিতির দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়ছে। আগামী ২৫ জানুয়ারী বুহস্পতিবার সমিতির দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় বিশ^বিদ্যালয়ের এস ডাবলু সি’র হল রুমে অনুষ্ঠিত সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মচারী সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. মুরাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হাসিব সরদারের সঞ্চালনায় সাধারণ সভায় বার্ষিক আয়-ব্যয়ের হিসাব এবং বার্ষিক প্রতিবেদন তুলে ধরা হয়। পরে উন্মুক্ত আলোচনায় বক্তৃতা করে সমিতির সহ-সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পদক শেখ হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, সাহিত্য ও ক্রিড়া সম্পাদক হাফিজুর রহমান, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক মিঠুন কুমার দাশ, দপ্তর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, নির্বাহী সদস্য এস এম নুরুজ্জামান, শাহ মোঃ হুসাইন, মোঃ হাবিবুর রহমান(ইইই), মিনা শরিফুল ইসলাম, সমিতির সাবেক সভাপতি মামুনুর রশীদ জুয়েল, সাবেক নেতা বাবুল আক্তার, ইমরান আলী রনি, শেখ এরশাদ আলী, হাবিবুর রহমান, আসাদুজ্জামান মোড়ল, স¤্রাট কাজী, সবুজ কাজী, কাজী আব্দুল কাদের, মামুন বিশ্বাস, মো. হাসান(ইইই), বেগ শিবলী, আসিফ গাজী, ডালিম মিয়াসহ সমিতির সদস্য বৃন্দ। সভায় বিশ্ববিদ্যালয়ে সদ্য যোগদানকৃত কর্মচারীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন সমিতির নেতৃবৃন্দ। সভায় নির্বাচন পরিচালনার জন্য এফ এম সাইফুল্লাহ পলাশ(ফিন্যান্স অফিসার)কে প্রধান নির্বাচন কমিশন এবং আফরোজ আহমেদ(একাউন্স অফিসার ও মো. রোকনুজ্জামান(সহকারী টেকনিক্যাল অফিসার)কে সহকারী নির্বাচন কমিশন করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। আাগামী ২৫ জানুয়ারী কুয়েট কর্মচারী সমিতির দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।