স্থানীয় সংবাদ

বাগেরহাটে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে জুয়েলার্সের ১১ ভরি স্বর্ন খোঁয়া

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোংলা থেকে খুলনায় যাওয়ার পথে বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ১১ লাখ টাকাও বেশীর মূল্যের স্বর্ন খুঁইয়েছেন মোংলা শহরের মাদ্রাসা রোড়ের মেসার্স তন্ময় জুয়েলার্সের কর্মচারী মাহি মোল্লা (৫০)। জুয়েলার্স মালিক তরুণ চন্দ্র খুলনার রূপসা এলাকায় বাস থেকে অজ্ঞান অবস্থায় কর্মচারী মাহিকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মহানগরীর একটি ক্লিনিকে ভর্তি করলেও বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কর্মচারী মাহির জ্ঞান ফেরেনি। মোংলার জুয়েলার্স মালিক ও অন্যান্য সূত্র জানায়, মোংলা শহরের মাদ্রাসা রোড়স্থ মেসার্স তন্ময় জুয়েলার্সের মালিক তরুণ চন্দ্র মেশিনে গহনা তৈরীর জন্য তার কর্মচারী মাহি মোল্লাকে বুধবার বিকেলে ১১ ভরি ৪ আনা স্বর্ন নিয়ে খুলনার উদ্দেশ্যে পাঠান। মাহি মোংলার দ্বিগরাজ থেকে একটি যাত্রীবাহী বাসে ওঠে। পরে খুলনা রূপসা বাসষ্ট্যান্ডে গাড়ি গেলে বাসের ষ্টাফরা মাহিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে মোবাইলে মালিক তরুণ চন্দ্রকে খবর দেয়। খবর পেয়ে মালিক রুপসায় গিয়ে মাহিকে গাড়ির মধ্যে অচেতন ও তার প্যান্টের টিকেট পকেট ও গায়ে জ্যাকেটের ভিতরের পকেট কাটা অবস্থায় দেখতে পায়। ধারনা করা হচ্ছে, প্যান্ট ও জ্যাকেটের পকেট কেটে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে মাহির কাছে থাকা সব স্বর্ন নিয়ে সটকে পড়ে। এক পর্যায়ে অচেতন মাহিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্লিনিকে ভর্তি করা হয়। এ বিষয়ে মোংলা থানার ওসি কেএম আজিজুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে বলেন, বিষয়টি তিনি জেনেছেন। কর্মচারী মাহি মোল্লা সুস্থ হবার পর পরবর্তি আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button