রূপসার বাগমারায় রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ঃ খুলনা-৪ আসনের নৌকা প্রতীক নিয়ে বিজয়ী আব্দুস সালাম মূর্শেদী এমপি’র পক্ষ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মোঃ মফিজুল ইসলামের দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে রূপসার নৈহাটী ইউনিয়নের বাগমারা গ্রামের সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে গুপিয়ার খাল পাড়ে জনসাধারণ চলাচলের দীর্ঘদিন ধরে অবহেলিত রাস্তা সংস্কার এর কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১০ টায় এ সংস্কারের কাজ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মো. মফিজুল ইসলাম। এ-সময় উপস্থিত ছিলেন, খুলনা জেলা শ্রমিক লীগের সদস্য মো. হায়দার আলী খান, রূপসা উপজেলা হকার্স ইউনিয়নের সভাপতি মো. কবির শেখ, উপজেলা বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. বাবুল হাওলাদার, শ্রমিক নেতা মো. লিটু বিশ্বাস, মো. আবুল হাসান হাওলাদার, মো. জিরু শেখ, মাসুম শেখ, কবির শেখ, গোলাম রসুল, জসিম উদ্দিন, সোহাগ হাওলাদার, সাদাত শেখ, সুমন হাওলাদার, জোনায়েদ শেখ, মুক্তা বেগম, হাসি বেগম, সোনা বেগম, চম্পা বেগম, ফজিলা, সুমি, জোসনা, পারভিন, সিমা প্রমুখ।