স্থানীয় সংবাদ

শাহপুরে সড়কে কাজ করার সময় এলাকার পরিবেশ ও বায়ু দুষণ করছে ঠিকাদার : পুরো এলাকা ধোয়াচ্ছন্ন

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা

স্টাফ রিপোর্টারঃ খুলনা ডুুমুরিয়া উপজেলার শাহপুর এলাকায় একটি সড়কে কাজ করার সময় এলাকার পরিবেশ ও বায়ু দুষণ করছে সংশ্লিষ্ট ঠিকাদার। সড়কের কার্পেটিং-এর কাজের ধোয়ায় পুরো এলাকা ধোয়াচ্ছন্ন হয়ে পড়েছে। এ বিষয়টি দেখার জন্য কর্তৃপক্ষ নির্দেশনা দিলেও খুলনার অফিস সেভাবে আমলে নেয়নি। ডুমুরিয়া উপজেলার শাহপুরে আন্দুলিয়া-শাহপাড়া সড়কের কাজ গত জুন’২৩ শেষ হওয়ার কথা। কিন্তু এখনও সেই কাজ শেষ হয়নি। এতে করে এলাকাবাসী চরম ভোগান্তি পোহাচ্ছে। এলজিইডি খুলনার কেডিআইআরডিপি প্রকল্পের অধিনে প্রায় এককিলোমিটার লম্বা সড়কটি কোটি টাকা ব্যয়ে কাজ চলছে। নাবিল ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজ করছে। পাশে রয়েছে ঐতিহ্যবাহী শাহপুর বাজার ও ভেটেরিনারি দপ্তর। জনবসতি এলাকায় এমন সড়কে কার্পেটিং করছে ঠিকাদার। এলজিইডির প্রকৌশলীরা কাজটি দেখভাল করছেন। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকাল ৯টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সড়ক নির্মাণের ধোয়া পুরো এলাকা ছেয়ে গেছে। ধোয়ায় কোন কিছু দেখা যায় না। সংশ্লিষ্ট কাজের ঠিকাদার রকিবুর রহমান খান বলেন, মন্ত্রণালয়ের এসব নির্দেশনা বাস্তবায়ন করতে হলে মাঠ পর্যায়ে কাজ করা যাবে না। তাছাড়া তিনি একা নয়, অন্য ঠিকাদাররা একইভাবে বায়ু ও পরিবেশ দুষণ করছে বলে তিনি জানান। সংশ্লিষ্ট কাজের উপ-সহকারি প্রকেশলী আতাউল গণি জানান, গত বছর জুন’২৩ মাসে কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে শেষ করা সম্ভব হয়নি। আবার শেষ দিকে সংসদ নির্বাচন এসে পড়ায় কাজ শেষ করতে বিলম্ব হয়। এক কোটি টাক ব্যয়ে নির্মানাধীন ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম জানান, সড়কের কাজ করার সময় বায়ু দুষণ করা যাবে না-মন্ত্রণালয়ের এমন নির্দেশনা তিনি পেয়েছেন। তবে মাঠ পর্যায়ে এ নির্দেশনা বাস্তবায়ন করতে কিছু সময় লাগবে। এ জন্য ঠিকাদারকে সময় ও সুযোগ দিতে হবে বলে তিনি জানান। এলজিইডি খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান বলেন, মন্ত্রণালয়ের এমন নিদের্শনা তারা পেয়েছেন। ওই নির্দেশনা মাঠ পর্যায়ে বাস্তবায়নে তিনি ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন। তবে ওই নির্দেশনা বাস্তবায়ন আস্তে আস্তে হবে বলে তিনি জানান। পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার আহবায়ক এড. কুদরত ই খুদা বলেন, পরিবেশ দুষণ রোধে মন্ত্রণালয়ের উদ্যোগ নিঃসন্দেহ প্রশংসার দাবিদার। তবে তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন না করাটা বেআইন। মন্ত্রণালয়ের নির্দেশনা যাতে মাঠ পর্যায়ে পুরোপুরি ভাবে বাস্তবায়ন হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এই নাগরিক নেতা। গত ১৯ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগ ৪৬০০০০০০০৭০১৮২০১২৩/১৪৩৫নং স্মারক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে চিঠি দেয়। ওই চিঠিতে উল্লেখ করা হয়, নির্মাণ বা মেরামত কার্যক্রমের জন্য রাস্তা ও ফুটপাত খোড়াখুড়ি সরকারি বেসরকারি পর্যায়ে বহুতলাভবনসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ এবং সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্প সমূহের মাধ্যমে বায়ু দুষণ সৃষ্টি হলে ঠিকাদারী প্রতিষ্ঠানসহ তদারকি দপ্তর সংস্থা প্রতিষ্ঠানের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে জবাবদিহিতার আওতায় আনার জন্য প্রশাসনিক মন্ত্রণালয় বিভাগ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে স্ব স্ব মন্ত্রণালয়ে বিভাগ সৃনির্দিষ্টভাবে পথ নির্দেশনা জারি করবে এবং আগামী সভায় অগ্রগতি প্রতিবেদন প্রদান করবে। এই নির্দেশনা শাহপুর এলাকার সড়ক নির্মাণে কর্তৃপক্ষ ও ঠিকাদারী প্রতিষ্ঠান বাস্তবায়ন করছেন না। এতে করে এলাকাবাসী চরম দুর্ভোগে রয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button