খুলনায় ৪ লাখ একষট্টি হাজার টাকার জাল নোট আটক : সক্রিয় সদস্য গ্রেফতার

লবণচরা থানার চৌকস টিমের অভিযান
স্টাফ রিপোর্টার : নগরীর সাচিবুনিয়া বিশ্বরোড মোড় থেকে সাড়ে চার লাখের বেশি কথিত জাল টাকাসহ এক সক্রিয় সদস্য গ্রেফতার হয়েছে। আর এই বড় অঙ্কের জাল নোটসহ লবনচরা থানা পুলিশের চৌকস টিমের অভিযানে আটকা পড়লো গাজীপুর পূবাইল থানাধীন হায়দারাবাদ এলাকার সেকেন্দার আলীর ছেলে মহসিন আলী(৫০)। আটক মহসিন জাল চক্রের সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার কেএমপির সূত্র জানায়, গত ১৮ জানুয়ারি সন্ধ্যা ৬টা ১০মিনিটে লবণচরা থানা পুলিশের একটি চৌকস টিম কর্তৃক সাচিবুনিয়া বিশ্বরোড মোড়স্থ নয়ন টেলিকমের সামনে রাস্তার উপর থেকে টাকা জাল চক্রের সক্রিয় সদস্য মহসিন আলীকে গ্রেফতার করা হয়। এরপর তল্লাশী করে তার কাছ থেকে ৪ লক্ষ ৬১ হাজার কথিত জাল টাকা উদ্ধার করা হয়। এঘটনায় গত ১৮ জানুয়ারী ওই আসামীর বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ক(খ)২৫ঘ ধারায় লবণচরা থানায় মামলা (যার নং-১৬) দায়ের হয়েছে।