খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের বিবৃতি
খবর বিজ্ঞপ্তি ঃ দৈনিক পূর্বাঞ্চলের নির্বাহী সম্পাদক আহমদ আলী খান সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন। অপরদিকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর খুলনা প্রতিনিধি নাজমুল হক লাকি গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া দৈনিক খুলনা টাইমস এর বার্তা সম্পাদক নূর হাসান জনির ভাইঝি তাহসিন পারভীন লামিয়া অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের আশু সুস্থতা ও রোগমুক্তি কামনায় বিবৃতি দিয়েছেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (কেসিআরএ) এর নেতৃবৃন্দ। পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
বিবৃতিদাতারা হলেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি নূর হাসান জনি ও শিশির রঞ্জন মল্লিক, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর ও আনিছুর রহমান কবির, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য বিমল সাহা, ইয়াছিন আরাফাত রুমি ও রকিবুল ইসলাম মতি প্রমুখ।