স্থানীয় সংবাদ

গণমাধ্যম ব্যক্তিত্ব মনজুরুল আহসান বুলবুলের নেতৃত্বাধীন স্থানীয় সাংবাদিকদের মিট দ্যা প্রেস

সাতক্ষীরা প্রতিনিধি ঃ ঘূর্ণিঝড় রেমাল দূর্গত উপকুলীয় এলাকা ঘুরে ওই এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে গণমাধ্যম ব্যক্তিত্ব মনজুরুল আহসান বুলবুলের নেতৃত্বাধীন নাগরিক প্রতিনিধিদের সাথে সাতক্ষীরার স্থানীয় সাংবাদিকদের মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত মিট দ্যা প্রেসে সভাপতিত্ব করেন প্রফেসর আব্দুল হামিদ।
সুন্দরবন ও উপকুল সুরক্ষা আন্দোলনের চেয়ারম্যান নিখিল ভদ্রের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, বাপার যুগ্ম সম্পাদক আমিনুর রসুল বাবুল, কুয়েটের সহকারী অধ্যাপক আবুহেনা মোস্তফা কামাল, মিডিয়া ব্যাক্তিত্ব আমিনুল হক ভুইয়া, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জি, সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, চ্যানেল আই এর আবুল কালাম আজাদ, জনকন্ঠের মিজানুর রহমান, মাছরাঙা টিভির মোস্তাফিজুর রহমান উজ্জল, দক্ষিণের মশালের অধ্যক্ষ আশেক-ই-এলাহি, সমাজের আলো অনলাইন পত্রিকার সম্পাদক ইয়ারব হোসেন, মোহনা টিভির আব্দুল জলিল, মানবাধিকার কর্মী ও স্বদেশ এর নির্বাহি পরিচালক মাধব দত্ত, লিডার্সের নির্বাহি পরিচালক মোহন কুমার মন্ডল প্রমুখ। এসময় মনজুরুল আহসান বুলবুল বলেন, টানা ৪ দিন উপকুলের ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে একটা বিষয় পরিস্কার সেটি হল মানুষ ত্রান চায় না। তারা চায় বসবাসের যোগ্য পরিবেশ। সুপেয় পানির নিশ্চিয়তা। প্রকৃতির সাথে যুদ্ধ করতে নিশ্চিত জীবনে নিশ্চিয়তা চায় তারা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button