স্থানীয় সংবাদ
নগরীর মুন্সিপাড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক আহত
স্টাফ রির্পোটার ঃ গতকাল সোমবার রাতে নগরীর মুন্সি পাড়া এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আছাদ হোসেন পান্নি (২০) গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন। আহত পন্নি ৮নং মুন্সি পাড়া ৩য় গলির বাসিন্দা জাহিদ হোসেনের পুত্র। পরিবার সুত্রে জানা যায় মাগরিবের নামাজ পরে বাসায় ফিরছিলো এসময় ৮নং মুন্সিপাড়া ৩য় গলির জোহরা মঞ্জিল এর সামনে পৌছালে পুর্ব থেকে ওতপেতে থাকা ৫/৬ জন দুর্বৃত্ত এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তার চিৎকারে আসপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন ও স্থানিয়রা পন্নিকে উদ্ধার সদর হাসপাতালে নেন। পরে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে মামলার প্রস্ততি চলছে।