স্থানীয় সংবাদ

নড়াইলে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার : স্বর্ণালংকার উদ্ধার

নড়াইল প্রতিনিধি ঃ নড়াইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার জেলার নড়াগাতী সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি মোটর সাইকেল ও দেশীয় অস্ত্র জব্দ করেছে। এছাড়া লুন্ঠনকৃত স্বর্নালংকারসহ দুই স্বর্ণ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।সোমবার দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে প্রেসব্রিফিং এ নড়াইল পুলিশ সুপার মোহাম্মাদ মেহেদী হাসান এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা হলো, গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার ফলসি ফুকরা গ্রামের সাহেদ আলীর ছেলে আল আমিন (৩১), বালাম শেখের ছেলে তরিকুল ইসলাম (৩২), খুলনা জেলার তেরখাদা থানার নলিয়ারচর গ্রামের জলিল মোল্যার ছেলে জাকির হোসেন (৩৮), তারা ভুঁইয়ার ছেলে গোলাম রসুল (৩৪), একই থানার আটলিয়া গ্রামের দাউদ আলী শিকদারের ছেলে রাকিবুল ইসলাম (৩৩) এবং নড়াইলের নড়াগাতি থানার নলামারা গ্রামের কালো শশী ভৌমিকের ছেলে অরুন ভৌমিক (৫২)। আটককৃত স্বর্ণ ব্যবসায়ীরা হলো গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার রামদিয়া বাজারের পূজা জুয়েলার্সের মালিক অমৃত বালা (৩৯) ও নড়াগাতি থানার বড়দিয়া বাজারের অপূর্ব জুয়েলার্সের মালিক অপরেশ শিকদার (৩৫)। পুলিশ সুপার মোহাম্মাদ মেহেদী হাসান প্রেস ব্রিফিং বলেন, গত ২ জুলাই রাতে নড়াগাতী থানার নলামারা গ্রামের মফিজুর রহমান চৌধুরীর বাড়িতে অজ্ঞাতনামা ৭/৮ জন কলাপসিবেলের তালা ভেঙ্গে রামদা, ছোরা সহ দেশীয় অস্ত্রশস্ত্রাদি নিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, মোটর সাইকেল, স্বর্ণালংকারসহ মুল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় গত ৭ জুলাই নড়াগাতী থানায় মামলা দায়ের করলে নড়াগাতী থানা পুলিশ, ডিবি পুলিশ ও সিসিআইসি টীম নড়াইল, গোপালগঞ্জ ও খুলনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের ৬ সদস্য ও দুই স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা জিজ্ঞাসাবাদে ডাকাতির কথা স্বীকার করেছে। আসামিদের মধে গোলাম রসুলের নামে খুলনা, গোপালগঞ্জ ও যশোর জেলায় ৭টি ডাকাতি, ১টি চুরি ও একটি অস্ত্র আইনে মামলা, জাকির মোল্যার নামে খুলনা ও বাগেরহাট জেলায় ১টি ডাকাতি ও ২টি চুরির মামলা মামলা রয়েছে। উদ্ধারকৃত স্বর্নালংকারের মধ্যে রয়েছে ২ টি চেইন, ২ টি চুড়ি, ২ টি হার, ৫ জোড়া কানের দুল, ৪ টি আংটি, ২ টি ভাঙ্গা চুড়ি ও ২ টি রুপার নূপুর।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button