দৌলতপুর বেবি টেক্সি থ্রি-হুইলার শ্রমিক লীগ মহানগর কমিটির সভা
স্টাফ রিপোর্টার : জাতীয় বেবি টেক্সি, সিএনজি চালিত অটো রিক্সা থ্রি হুইলার শ্রমিক লীগ (রেজি নং -২০৪৪) সরকারি বীনাপানি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার সন্ধ্যায় ৭টায় দৌলতপুর সিএনজি চালিত অটো রিক্সা থ্রি-হুইলার শ্রমিক লীগ মহানগর কমিটি ও ১০টি স্টান্ড শাখার যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের খুলনা মহানগর কমিটির সভাপতি সাবেক ছাত্রনেতা এস, এম, ওয়াজেদ আলী মজনু। সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক মোঃ সেলিম শিকদার। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দৌলতপুর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তরফদার মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা এস, এম, শরিফুল ইসলাম খোকা, আলহাত্ম সেলিম শিকদার, শেখ মোহাম্মদ আলী, কাজী জাহাঙ্গীর আলম, ইসমাইল সরদার, আমির হোসেন মুন্সি, কাজী মোবাখের,বলরাম দত্ত মিজানুর রহমান বাকলাই,স্বপন দত্ত, ‘মশিউর রহমান চৌধুরী, মোঃ ফজলুল হক, মনির হোসেন খান, আলম আকন,শেখ সোহেল,হারুন খলিফা,আমীর,সেলিম,মিজানুর রহমান মিল্টন, মোঃ নেওয়াজ,মোঃ জসিম,আলাউদ্দিনবাকলাই, জাহিদ, আসাউদ্দিনবাকলাই, জাহিদ, রমজান, লিপন, মোঃ আবিদ, মোঃ সিরাজ, আশিক, নুর ইসলাম, আমিরুল, রাজামল্লিক, মাহাবুল মল্লিক, আঃ মজিদ, রমজান, নিপুন, মোঃ আলমগীরসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় সাবেক ছাত্রনেতা এস, এম, ওয়াজেদ আলী মজনুকে সভাপতি ও মোঃ সেলিম শিকদারকে সাধারন সম্পাদক রেখে খুলনা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি পূর্ণগঠন এবং আলহাজ্ব সেলিম শিকদারকে সভাপতি ও মিজানুর রহমান বাকলাইকে সাধারন সম্পাদক রেখে নতুন রাস্তা স্টান্ড শাখার পুর্নাঙ্গ কমিটি পুর্নগঠনের সিদ্ধান্ত হয়।