খুলনায় ছাত্রদল নেতা নাজিম উদ্দিন শামীমসহ গ্রেফতার-৩
স্টাফ রিপোর্টার ঃ সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে খুলনা মহানগরীতে ছাত্রদল নেতা নাজিম উদ্দিন ভূইয়া শামীমসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতি ও শুক্রবার গভীর রাতে নগরীর ডাকবাংলা ও মুসলমানপাড়া এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। হরিণটানা থানায় গত ১৭ জুলাই পুলিশের দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
নাজিম উদ্দিন ভূইয়া শামীম (২৯) ছাত্রদল খুলনার আযম খান কমার্স কলেজ শাখার আহবায়ক। তিনি নগরীর ডাকবাংলা মোড় সংলগ্ন ঘড়ি মঞ্জিল গলির মৃত, আব্দুর রব ভূইয়ার পুত্র।
গ্রেফতার অপর দু’জন হচ্ছে- স্বেচ্ছাসেবক দল নেতা মো. রিপন শেখ (৩৯) ও মো. সিরাজ শেখ (৩৬)। এর মধ্যে রিপন নগরীর মুসলমানপাড়া এলাকার মৃত, হানিফ শেখের পুত্র এবং সিরাজ একই এলাকার মৃত, মুনসুর শেখের পুত্র। তবে সিরাজ যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে ছাত্রদল নেতা নাজিম উদ্দিন ভূইয়া শামীমের ঘণিষ্টরা অভিযোগ করেছেন, পুলিশ বৃহস্পতিবার (২৬ জুলাই) রাত দেড়টার দিকে বাসার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে নাজিম উদ্দিন ভূইয়া শামীমকে গ্রেফতার করে। এতে বাসায় তার পরিবারের সদস্যরা ভয়ে আতংকিত হয়ে পড়েন। শনিবার মামলার তদন্ত কর্মকর্তা হরিণটানা থানার এসআই সুব্রত হালদার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন।
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনের অংশ হিসেবে ১৭ জুলাই জিরোপয়েন্ট অবরোধ কর্মসূচি পালিত হয়। সেখান থেকে খানজাহান আলী (রূপসা) সেতু ভাংচুরসহ বিভিন্ন ক্ষতিকর কাজের ষড়যন্ত্রের পরিকল্পনার অভিযোগ এনে ওইদিনই হরিণটানা থানায় অজ্ঞাত পরিচয়ের ৪শ’/৫শ’জনকে আসামি করে মামলা দায়ের করেন থানার এসআই গোপীনাথ সরকার।