স্থানীয় সংবাদ

জেলা আইনজীবী সমিতির বঙ্গবন্ধু হল রুমে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ স্বাধীনতাবিরোধী অপশক্তি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে জঘন্য মিথ্যাচার ও অপপ্রচারের পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে দেশব্যাপী এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যকে হত্যা এবং দেশব্যাপী লুটতরাজ, আমাদের গৌরবের প্রতীক মেট্রোরেল, বিটিভি ভবন, দুর্যোগ ভবন, সেতু ভবন ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজার মতো আধুনিক স্থাপনাগুলো অগ্নিসংযোগ,ভাংচুর করে গুড়িয়ে দিয়েছে। এই সকল দেশদ্রোহীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ৩০ শে জুলাই মঙ্গলবার, বেলা ১২টা৩০ মিনিট জেলা আইনজীবী সমিতির বঙ্গবন্ধু হল রুমে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভার শুরুতে কোটা আন্দোলনের সংঘর্ষে নিহতদের স্মরনে দেশব্যাপী শোক ঘোষনা করায় উপস্থিত সকলে ১(এক) মিনিট নিরবতা পালন ও কালো ব্যাচ পরিধান করেন।
উক্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির বার বার নির্বাচিত সভাপতি এ্যাড: মো: সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এ্যাড: এস এম তারিক মাহমুদ তারা।
উক্ত সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন এ্যাড: কাজী বাদশা মিয়া, এ্যাড:পারভেজ আলম খান, এ্যাড:এনামুল হক, এ্যাড:কে,এম ইকবাল হোসেন, এ্যাড: এম এম সাজ্জাদ আলী, এ্যাড:নিমাই চন্দ্র রায়, এ্যাড: নিমাই রায়, এ্যাড:মীনা মিজানুর রহমান, এ্যাড:নবকুমার চক্রবর্তী, এ্যাড:বিজন কৃষ্ণ মন্ডল, এ্যাড:নিরঞ্জন কুমার ঘোষ, এ্যাড: সমর চন্দ্র মন্ডল, এ্যাড:শিকদার হাবিবুর রহমান, এ্যাড:আরিফ মাহমুদ লিটন, এ্যাড:হিমাংশু চক্রবর্তী, এ্যাড:তমাল কান্তি ঘোষ, এ্যাড সেলিনা আক্তার পিয়া, এ্যাড:আনোয়ারা মমতাজ আন্না, এ্যাড:সমীর ঘোষ, এ্যাড:ফরিদ আহমেদ, এ্যাড:আক্তারুজ্জামান খান জীবন, এ্যাড হেমন্ত কুমার সরদার, এ্যাড:সন্দীপ রায়, এ্যাড:ইলিয়াস খান, এ্যাড শেখ আশরাফ আলী পাপ্পু, এ্যাড মেহেদী হাসান, এ্যাড:আহাদুজ্জামান, এ্যাড:গাজী রাজু আহমেদ, এ্যাড:ফারজানা সেতু, এ্যাড: শাফায়েত হোসেন, এ্যাড রোজিনা জেসমিন, এ্যাড:ফাল্গুনী ইয়াসমিন মিতা, এ্যাড রেহেনা চৌধুরী, এ্যাড:নাসরিন নাহার পেস্তা, এ্যাড:আখতারুন্নেছা তিতাস, এ্যাড:শিউলি আক্তার লিপি, এ্যাড মোল্লা আবেদ আলী, এ্যাড:তামিমা লতিফ ¯িœগ্ধা, এ্যাড:আইয়ুব হোসেন, এ্যাড:নাহিদ রাসেল, এ্যাড:শাম্মী আখতার, এ্যাড রোজানা তানহা, এ্যাড:নওশীন বর্ষা, এ্যাড:শিউলি সেরনিয়াবাদ, এ্যাড:নুরুন্নাহার লাকি, এ্যাড:নাজিয়া বর্না, এ্যাড:আফরোজা রোজি, এ্যাড রোকেয়া খানম, এ্যাড:অশোক গোলদার, এ্যাড হোসনে আরা, এ্যাড:মির্জা নুরুজ্জামান, এ্যাড:শামীম আহমেদ পলাশ, এ্যাড:শাহারা ইরানি পিয়া, এ্যাড:আব্দুল আজিজ, এ্যাড:আশরাফুল আলম, এ্যাড:রকিবুন ইসলাম মিন্টু, এ্যাড খোরশেদ আলম, এ্যাড:আব্দুল কুদ্দুস, এ্যাড:জিয়াদুল ইসলাম, এ্যাড:রথীন্দ্রনাথ সরদার, এ্যাড:শিলা মনি, এ্যাড:শিল্পি মনি, এ্যাড মো: সাজ্জাদ হোসেন, এ্যাড:রিমা খাতুন এনি, এ্যাড মেহেদী হাসান, এ্যাড:আব্দুল্লাহ আল মামুন, এ্যাড:রামপদ, এ্যাড:গাজী আনোয়ার, এ্যাড শেখর দেবনাথ, এ্যাড:আব্দুল জলিল, এ্যাড মো: একরামুন কবির, এ্যাড:মো: মতিয়ার রহমান, এ্যাড:দূর্গাপদ বাওয়ালী, এ্যাড:এস এম আব্দুল করিম, এ্যাড:তাপস কুমার রাহা, এ্যাড:ইশ্বর চন্দ্র সানা, এ্যাড:পলাশী মজুমদার, এ্যাড:ইন্দ্রজিৎ শীল, সহ কার্যনির্বাহ পরিষদের এ্যাড: কে,এম মিজানুর রহমান, এ্যাড:শিরিন আক্তার পপি, এ্যাড:কাজী সাইফুল ইমরান, এ্যাড:মো: আসাদুজ্জামান গাজী মিল্টন, এ্যাড:ওমর ফারুক রনি, এ্যাড:সরদার আশরাফুর রহমান দিপু, এ্যাড:এস,এম আব্দুস সাত্তার, এ্যাড:প্রজেশ রায়, এ্যাড:মো: মনিনুর ইসলাম মনির,্ এ্যাড:সাবিরা সুলতানা হ্যাপি, এ্যাড:খাদিজা আক্তার টুলু সহ আরো অনেকে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button