খানজাহান আলী থানা ও ২নং ওয়ার্ড আ’লীগের প্রতিবাদ সভা

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ বিএনপি জামায়াত ও তাদের সহযোগি সংগঠন জঙ্গী হামলা চালিয়ে রাষ্ট্রিয় গুরুত্বপুর্ণ দপ্তর ও স্থাপনা ধ্বংশ এবং দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিনত করতে দেশব্যাপি নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে খানজাহান আলী থানা ও কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামীলীগের যৌথ উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসুচি পালন করেছে। গতকাল ৪ আগস্ট বরিবার সকাল থেকে ফুলবাড়ীগেট দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতা-কর্মীরা অবস্থান করেন। পরে বিকাল ৫টায় খানজাহান আলী থানা ও কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমানের সভাপতিত্বে এবং কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুলের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, মহানগর আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা, থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার মনিরুল ইসলাম, আব্দুল জলিল হাওলাদার, থানা আওয়ামী লীগ নেতা শেখ কামাল আহমেদ, সুরুজ্জামান হানিফ, সেলিম রেজা, মো. শাকিল আহম্মেদ, এফ এম জাহিদ হাসান জাকির, বাবুল আক্তার, লিয়াকত মুন্সি, আবুল কালাম আজাদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন, মোস্তাফিজুর রহমান মানিক, বেগ খালিদ হোসেন, খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম, অলিয়ার রহমান রাজু, নাহিদ, আলামিন, ছাত্রলীগ মহানগর সহ-সভাপতি শেখ সুমন, মহিলা আওয়ামী লীগ নেত্রী মুক্তা বেগম, ্এ্যাড. শাহারা ইরানি পিয়া, রুমা খন্দকার মুন্নি, নার্গিস খানম, নিলুফার ইয়াসমিন, নিলা নাছির, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা আরিফুল ইসলাম রাসেল, আবু নাইম,মফিজুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ। এ সময় খানজাহান আলী থানা ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন ।