নগরীতে ‘শেখ মুজিব’র ম্যুরাল উচ্ছেদ

স্টাফ রিপোর্টার : নগরীর বিভিন্ন স্থান থেকে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল (মুর্তি) ভেঙ্গে গুড়িয়ে উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে খুলনা প্রেস ক্লাব ও খুলনা বেতার (রেডিও) চত্বরের ম্যুরাল অন্যতম। সোমবার বিক্ষুব্ধ জনতা এসব ম্যুরাল ভাংচুর করে গুড়িয়ে দেয়। এছাড়াও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সামনে থাকা শেখ মুজিবের দেয়ালিকা-ছবিও ভাংচুরের খবর পাওয়া গেছে।
জানা গেছে, বিক্ষুব্ধ জনতা রোববার খুলনা প্রেস ক্লাব চত্বরে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল দু’দফায় আংশিক ভাংচুর ও অগ্নিসংযোগ করে। কিন্তু সোমবার শেখ হাসিনার পতনের খবরের পর দ্বিতীয় দফায় হামলা চালিয়ে পুরো ম্যুরাল ভেঙ্গে গুড়িয়ে দেয়। তারা গ্রীল মেশিন দিয়ে ম্যুরালের রড কেটে উপড়ে ফেলে। এ সময় প্রেস ক্লাবের ভিতর লুটপাটের খবর পাওয়া যায়।
অপরদিকে, বিক্ষুব্ধ জনতার একটি অংশ খুলনা রেডিও সেন্টার চত্বরে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরালটিও ভাংচুর করেছে বলে জানা গেছে।