নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ভাংচুর : লুটপাটের অভিযোগ

স্টাফ রিপোর্টার : শেখ হাসিনার পতনের খবরে উচ্ছ্বসিত ছাত্র-জনতার আনন্দ উৎসবের সুযোগে একটি সুযোগ সন্ধানী গোষ্ঠী ও দুষ্কৃতকারী খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরণের ধংসাত্মক কর্মকান্ডে লিপ্ত হয়েছে। তবে, বিভিন্ন পাড়া-মহল্লায় প্রতিপক্ষের আক্রোশের শিকার হয়েছে আওয়ামী লীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান।
সূত্র জানায়, নগরীতে একদিকে যেমন বিজয়ের আনন্দ-উচ্ছ্বাস উদযাপন করছেন ছাত্র-জনতা। তেমনিভাবে অপরদিকে, সুযোগ সন্ধানী একটি গোষ্ঠী ও দুষ্কৃতকারী খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরণের ধংসাত্মক কর্মকান্ডে লিপ্ত হয়েছে। তারা নগরীর মজিদ স্মরণী, শিববাড়ী মোড়, পাওয়ার হাউজ মোড়, ডাকবাংলা মোড়, ময়লাপোতাসহ শহরের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট শুরু করেছে। শহরের চিহ্নিত ছিনতাইকারী, টোকাই, চোর ও নেশাখোর শ্রেণী এসব লুটপাটে অংশ নিয়েছে বলে সূত্র জানিয়েছে। এদের প্রতিহত করতে নগরবাসী এবং দলমতের উর্দ্ধে ওঠে সকলের প্রতি দাবি উঠেছে। এছাড়া আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকেও এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন নগরবাসী।