স্থানীয় সংবাদ
খুলনার বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা শিববাড়িমোড় পরিচ্ছন্ন অভিযান চালায়

স্টাফ রিপোর্টারঃ বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা মঙ্গলবার খুলনার শিববাড়িমোড় পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন। তারা দুপুর আড়াইটা থেকে নিজ হাতে ঝাড়– নিয়ে সড়ক পরিস্কার করছে। এ কর্মসূচী চলে বিকেল ৫টা পর্যন্ত। আন্দোলনকারী খুবির শিক্ষার্থী আমির আহমেদ বলেন, গত কয়েক দিনের আন্দোলনে শিববাড়িমোড়ে যে ময়লা আবর্জনা হয়েছে, তা পরিস্কার করা হচ্ছে। এ কর্মসূচীতে খুলনা বিশ্ববিদ্যালয়সহ খুলনার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের দু’ শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে। এ কর্মসূচী শেষে তারা ক্যাম্পসে ফিরে যাবেন বলে জানান।