খালিশপুর থানা কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি ঃ দীর্ঘ পনেরো বছরে অত্যাচার, নির্যাতন, গুম ও খুনের অবসানের পাশাপাশি কোটা বিরোধী আন্দোলন সফল হওয়ায় ছাত্র জনতাকে অভিনন্দন জানিয়েছে নাগরিক নারী ঐক্য। এ আন্দোলনে অপশক্তিকে টিকিয়ে রাখতে সুযোগ সন্ধানি সরকারি কর্মকর্তাদেও আইনের আওতায় আনার জন্য নেতৃবৃন্দ দাবি করেছেন। একইসাথে সরকারি স্থাপনায় ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটকারীদের প্রতিহত করার আহবান জানানো হয়। গতকাল সোমবার বিকেলে বৈকালি এলাকায় এক কর্মি সমাবেশে নেতৃবৃন্দ এ আহবান জানায়। স্থানীয় সমাজকর্মি ইরানি খানম সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন নাগরিক নারী ঐক্যের নগর আহবায়ক এড সাকিনা ইয়াসমিন। বক্তৃতা করেন ওয়াহিদুজ্জামান সোহাগ, সাবেরা খাতুন সেতু ও সারমিন আক্তার ঝুমি। সভায় সর্বসম্মতিক্রমে ইরানি খানমকে আহবায়ক ও জরিনা খাতুনকে সদস্য সচিব করে সংগঠনের খালিশপুর থানা কমিটি গঠন করা হয়। মুজগুন্নি এলাকার ৪০ জন নারী এ সংগঠনে যোগদান করেন।