স্থানীয় সংবাদ

নগরীর দৌলতপুরে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী আহত

স্টাফ রিপোর্টার ঃ নগরীর দৌলতপুর কবির বটতলা নাসিম আহম্মেদ মোল্লা নামে একজন ইট বালু ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নাসিম আহম্মেদ মোল্লা (৪২) প্রতিদিনের ন্যায় নতুন রাস্তা কবির বটতলা ইটবালুর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। রাত সাড়ে ৮ টায় দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার বাম হাতের বাহুতে লাগে।গুরুতর জখম অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।পরে সিটি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন ঘনিষ্টজনেরা। দৌলতপুর পাবলা রনি ভিলার মোঃ ইসলাম মোল্লার ছেলে নাসিম আহম্মেদ মোল্লা (৪২)। তিনি জিয়া স্মৃতি পাঠাগারের সাবেক সভাপতি ছিলেন। দৌলতপুর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নাসিম আহম্মেদ মোল্লা (৪২)। তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে দুর্বৃত্তদের তাকে গুলি করে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button