স্থানীয় সংবাদ

দৌলতপুরে বিএনপি’র অফিস ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনায় মামলা

৫২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০/২০০ জনকে মামলায় আসামী করা হয়েছে

স্টাফ রিপোর্টার ঃ নগরীর দৌলতপুর বিএনপি’র কার্যালয় ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগ অভিযোগে বুধবার (২১ আগষ্ট) রাতে ৫২ জনের নাম উল্লেখসহ আরো ১৫০/২০০জন অজ্ঞাত আসামী করে দৌলতপুর থানা যুবদলের সহ-সভাপতি মো. মাহাবুবুর রহমান মোল্লা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
ইতোমধ্যে পুলিশ ওই মামলার এক আসামীকে গ্রেফতার পূর্বক আদালতে প্রেরণ করেছে বলে নিশ্চিত করেছেন দৌলতপুর থানা ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম। সূত্রে জানা গেছে, দায়েরকৃত মামলায়, (১) ই¯্রাফিল জনি ,(২) সোহাগ, (৩) ইবাদ মোড়ল,(৪) ওয়াজেদ আলী মজনুসহ ৫২ জনের নাম উল্লেখসহ আরো ১৫০/২০০জন অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, বিএনপি’র দলীয় কার্যালয় , ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনায় ৫২ জনের নাম উল্লেখসহ ১৫০/২০০ জন অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। একই সাথে ওই মামলার জড়িত এক আসামীকে ইতোমধ্যে গ্রেফতার পূর্বক বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button