অভয়নগরে এজাহারভুক্ত ২ আসামি গ্রেপ্তার : প্রধান আসামি পলাতক

# সেপটিক ট্যাংক থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার মামলা #
অভয়নগর (যশোর) প্রতিনিধি ঃ যশোরের অভয়নগরে সেপটিক ট্যাংকের ভেতর থেকে গৃহবধু সবিতা রাণী দে’র (৪৮) মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে নিহতের স্বামী মিলন কুমার দে বাদি হয়ে ৩ জনের নামসহ অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। অভয়নগর থানার মামলা নং-১৩। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের দেবপাড়া এলাকার নিহত সবিতা রাণীর প্রতিবেশী মৃত আজিজ শেখের দুই ছেলে রমজান শেখ (৪৮) ও ইউনুস শেখ (৪১)। রমজান শেখ পলাতক প্রধান আসামি নিয়ামুল শেখের বাবা। বিষয়টি নিশ্চিত করে প্রেস নোট দিয়েছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম।
নিহত সবিতা রানী দে উপজেলার ভাটপাড়া গ্রামের দেবপাড়া এলাকার মিলন কুমার দে’র স্ত্রী ছিলেন। মিলন কুমার পেশায় একজন চা বিক্রেতা। ভাটপাড়া বাজারে তাঁর দোকান রয়েছে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, হত্যা মামলা দায়েরর পর তথ্যপ্রযুক্তির সহায়তায় এজাহারভুক্ত পলাতক আসামি রমজান শেখকে জেলা গোয়েন্দা শাখার সহযোগিতায় ফরিদপুর জেলার ভাঙ্গা থানার আব্দুল্লাহবাগ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। একই দিন অপর আসামি ইউনুস শেখকে অভয়নগরের ভাটপাড়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়। তবে প্রধান আসামি নিয়ামুল শেখ পলাতক রয়েছেন। আসামি আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে গরুর খাবার সংগ্রহ করতে গিয়ে সবিতা রাণী দে নিখোঁজ হন। পরের দিন মঙ্গলবার রাত ৭ টার দিকে প্রতিবেশী রাজমিস্ত্রি নিয়ামুল শেখের বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাংকের ভেতর থেকে সবিতা রাণীর মরদেহ উদ্ধার করে পুলিশ।