ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী পুলিশ নিহত

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ঃ ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় ফারজানা ইয়াছমিন (২৮) নামের এক নারী পুলিশ সদস্য মারা গেছেন। রোববার রাত পৌনে ৮টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই পুলিশ সদস্য ডুমুরিয়ায় থানায় কর্মরত এবং তিনি সাতক্ষীরা সদরের বাসিন্দা। ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হক জানান, থানায় কর্মরত ফারজানা ইয়াছমিন নামে এক নারী সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি রোববার সন্ধ্যার দিকে তার ভাই মোঃ নাইমের মটর-সাইকেল যোগে খুলনা থেকে কর্মস্থল ডুমুরিয়ায় ফিরছিলেন। পথিমধ্যে গুটুদিয়া ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে একটি মালবাহী ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে পেছন থেকে তিনি ছিটকে রাস্তার ওপর পড়ে মারা যান। নিহতের লাশ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে এবং মেডিকেল রির্পোটের জন্য কার্যক্রম চলছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।