স্থানীয় সংবাদ
আজ বিশ^ বসতি দিবস

স্টাফ রিপোর্টার ঃ আজ ৭ অক্টোবর বিশ^ বসতি দিবস। এ উপলক্ষ্যে আগামীকাল সকাল সাড়ে নয়টায় খুলনা শিববাড়ি মোড় থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’।