স্থানীয় সংবাদ

যশোরে পদত্যাগ পত্রে জোর পূর্বক স্বাক্ষরের ঘটনায় মামলা : গ্রেফতার ২

# হোমিওপ্যাথিক কলেজে হামলা-মারপিট #

যশোর ব্যুরো ঃ যশোর হোমিওপ্যাথিক কলেজে প্রকাশ্যে হামলা, ভাংচুর, লুটপাট ও অধ্যক্ষকে মারধোর এবং জোর পূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষরের ঘটনায় থানায় মামলা হয়েছে। ৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১২জনকে আসামি করা হয়েছে। পুলিশ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। শনিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর শহরের আর এন রোড (উমেশ চন্দ্র লেন আখ পট্টি) এলাকার কুখ্যাত সন্ত্রাসী হাবিবুর রহমান হবি এবং শহরের বকচর এলাকার আব্দুল্লাহ আল বাকী। তবে উদ্ধার হয়নি কলেজ থেকে লুট হওয়া সিসি ক্যামেরা, ফুটেজ ও কম্পিউটারসহ বিভিন্ন মালামাল।
যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান উল্লেখ করেন, হাবিবুর রহমান হবি গত ৩ অক্টোবর কলেজ অধ্যক্ষর মোবাইল ফোনে ফোন করে ১লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা নিতে ৫ অক্টোবর কলেজে আসলে অধ্যক্ষ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে হাবিবুর রহমান হবিসহ তার সহযোগী, ডাক্তার হাশেম,আব্দুল্লাহ আল বাকী, আব্দুল্লাহ আল মামুন, শানু, রনিসহ অজ্ঞাতনামা ১০/১২জন অতর্কিভাবে হামলা চালিয়ে ভাংচুর লুটতরাজ ও অধ্যক্ষকে মারপিট করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button