স্থানীয় সংবাদ

নগরীতে যুবলীগ নেতার সহায়তায় নিরালায় বাড়ি দখল

সাবেক শ্বাশুড়ীর বিরুদ্ধে প্রবাসী জামাতার সাধারণ ডায়েরি

স্টাফ রিপোর্টার ঃ খুলনার নিরালায় সাবেক শ্বাশুড়ী গুলশান আরা বেগমের বিরুদ্ধে প্রবাসী জামাতার বাড়ি দখলে অভিযোগে সাধারণ ডায়েরি করেছেন ভূক্তভোগি জামাতা মহিতুর রহমান।
সাধারণ ডায়েরি থেকে জানা যায়, খুলনায় যুবলীগ নেতা আরাফাত রহমান সানির সহায়তার তার যুবলীগ বাহিনীর ক্ষমতায় প্রবাসীর বাড়ি দখল করে রাখা হয়েছে। শেখ মহিতুর রহমান লন্ডন প্রবাসী। তিনি নগরীর ১১নং নিরালা আবাসিক এলাকায় ১৬৫ নং প্লটের মালিক। কেউ না থাকার সুযোগে কেয়ার টেকার হিসেবে তার সাবেক স্ত্রীর মা ( শ্বাশুড়ী) ওই বাসায় থাকেন। শেখ মহিতুর রহমানকে ছেড়ে তার স্ত্রী ২৩ সালের ডিসেম্বরে আরেকজনের সাথে চলে যায়। তার সাথে শেখ মহিতুর রহমানের বিচ্ছেদ ঘটে। কিন্তু তার সাবেক শ্বাশুড়িকে তার বাসা ছেড়ে দিতে বললে তিনি ছাড়তে নারাজ। উল্টো তিনি তার বাসার নাম পরিবর্তন করেন। বাসার পুরানো ভাড়াটিয়া নামিয়ে দিয়ে নতুন ভাড়াটিয়া তোলেন। বাসাভাড়ার টাকা নিজে ভোগ করছেন। তার সাবেক (শ্বাশুড়ী) গুলশান আরা বেগমকে বাসা ছেড়ে দিতে বললে তিনি আরো উল্টো হুমকি ধামকি দিচ্ছেন। ২৬নং ওয়ার্ড যুবলীগ নেতা আরাফাত রহমান সানির সহায়তায় তিনি এসব অপকর্ম করছেন। তারই ধারাবাহিকতায় গত ৪অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে সাবেক শাশুড়ি গুলশান আরা বেগমকে ফোন করে বাসা ছেড়ে দেয়ার কথা বললে তিনি বাসা না ছাড়ার কথা বলেন। একই সাথে শেখ মহিতুর কে নানা ধরনের ভয়-ভীতি দেখিয়ে দেশ ছেড়ে চলে যেতে বলেন। না হলে জীবনে বাঁচতে পারবে না বলে জীবননাশের হুমকি দেন।
এতে করে শেখ মহিতুর নিরাপত্তাহীনতায় ভূগছেন। জীবনের নিরাপত্তা চেয়ে প্রবাসী মহিতুর সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। লন্ডন প্রবাসী শেখ মহিতুর রহমান এ বিষয়ে বলেন, আমি দেশে ফিরে আমার বাড়ি উঠতে পারছিনা এখন আমি দ্বারে দ্বারে ঘুরছি। আওয়ামী লীগ সরকার থাকতে আমাকে নানাভাবে ভয় ভীতি দেখিয়ে দেশে আসতে দেয়নি। আর এখন কোন প্রশাসনের কাছে সহযোগিতা চাইলে তারা বলছে আমাদের লিমিটের বাইরে। আমার দলিলকৃত বাড়িতেই আমি থাকতে পারছি না। বাড়ি ছাড়তে বললে আমাকে জীবন নাশের হুমকিও দিয়েছে। এ ঘটনায় আমি খুলনা সদর থানায় জিডি করেছি। এ বিষয়ে জানতে সাবেক যুবলীগ নেতা সানির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে জানা যায় তিনি পলাতক জীবন-যাপন করছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button