নিজেদের জান-মাল, সময়, শ্রম ও মেধা দিয়ে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে আরও সক্রিয় ভুমিকা পালন করতে হবে
# খুলনা বার শাখা জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা বৈঠকে এডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল #
খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি সিনিয়র আইনজীবী শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল বলেন, ইসলামি আন্দোলনের কর্মী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সবার আগে আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করতে হবে। নিজের ইখলাস-খুলুসিয়াতকে আরও উন্নত করতে হবে। বাইয়াত ছাড়া মৃত্যুকে জাহেলি মৃত্যু হিসেবে রাসুলুল্লাহ (সা.) উল্লেখ করেছেন। এ জন্য ইসলামের দায়িত্বশীল ব্যক্তি বা সত্তার কাছে বাইয়াত গ্রহণ করে অঙ্গীকারের উপর সারাজীবন অবিচল থাকতে হবে। মনে রাখতে হবে ত্যাগ-কুরবানী ছাড়া দুনিয়ায় কোন কিছুই অর্জন করা যায় না। সুতরাং সকল পরিস্থিতিতে আমাদের ত্যাগ-কুরবানীর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। নিজেদের জান-মাল, সময়, শ্রম ও মেধা দিয়ে বাংলাদেশের সবুজ ভূ-খন্ডে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে আরও সক্রিয় ও কার্যকর ভুমিকা পালন করতে হবে। জামায়াতে ইসলামী খুলনা বার শাখার উদ্যোগে ৭ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর ৩টায় আইনজীবী সমিতির হলরুমে বাছাইকৃত কর্মীদের নিয়ে শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। বার শাখার সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম পান্নার সভাপতিত্বে ও সেক্রেটারি এডভোকেট আওছাফুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগরী জামায়াতের টিম সদস্য ও আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল ইসলাম লিটন, জেলা জামায়াতের মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্লা। শিক্ষা বৈঠকে অন্যানের মধ্যে এডভোকেট আব্দুল মান্নান, এডভোকেট সুজায়েত হোসেন সুজা, এডভোকেট মঈনুল ইসলাম জীবন, এডভোকেট আলীনুর রহমান, এডভোকেট লুৎফার রহমান, এডভোকেট শামিমুল ইসলাম, এডভোকেট জি এম আবু মুসা, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট মোহেব্বুর রহমান, এডভোকেট জামাল উদ্দিন শেখ, এডভোকেট হাসিবুর রহমান, এডভোকেট আজহারুল ইসলাম, এডভোকেট আব্দুল্লাহ আল মামুন, এডভোকেট শহিদুল ইসলাম, এডভোকেট আব্দুর রহমান রুবেল মিনা, আবুল হাসান, রুহুল আমিন বোরহান, মোর্শেদ আলম, খায়রুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে সংগঠনের শৃঙ্খলা মেনে চলা প্রত্যেক কর্মীর জন্য একটি সুশৃঙ্খল সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করে বলেন, নিস্বার্থ আনুগত্যই পারে একটি দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। জামায়াতে ইসলামী একটি কল্যাণমুখি রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে। আর আল্লাহর জমিনে তার নির্ধারিত পন্থায় সকল মানুষের বাসযোগ্য একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। খুলনা বার শাখার বিজ্ঞ আইনজীবী আমার সামনে উপস্থিত কর্মী ভাইয়েরা নিজেদের সেইভাবে তৈরী করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় নিবেদিত কর্মী হিসাবে নিজেকে আত্ম গঠন করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। তিনি আরও বলেন, শিক্ষা বৈঠকে দাওয়াতে মুমিন জীবনের মিশন, ইসলামী আন্দোলনের সাফল্যের শর্তাবলী, ইসলামী আন্দোলনে কর্মীদের ব্যবহারিক জীবন, বর্তমান সময়ে সংগঠন মজবুতীকরণ ও সম্প্রসারণে তৃণমূল নেতাকর্মীদের দায়িত্ব ও কর্তব্য, চরিত্র গঠনে মৌলিক উপাদান, ইসলামী আন্দোলনে কর্মীদের ত্যাগ ও কুরবানি, বাইয়াতের গুরুত্ব, পদ্ধতি ও প্রয়োজনীয়তা সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।