স্থানীয় সংবাদ

নগরীতে ডিবির অভিযানে ৩টি ব্যাটারী ও চুরি কাজে ব্যবহৃত ইজিবাইকসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর ডিবি পুলিশের অভিযানে চোরাইকৃত ৩টি লিথিয়াম আয়ন ব্যাটারি ও চুরি কাজে ব্যবহৃত একটি ইজিবাইকসহ তিন জনকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হচ্ছেন নগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা এলাকায় শামীমের বাড়ির ভাড়াটিয়া মৃত আনোয়ার হোসেনের পুত্র মো: রুবেল (৩২), খালিশপুর থানাধীন বৈকালী পালপাড়া এলাকার বাসিন্দা জনৈক সোবহান ড্রাইভার এর বাড়ির ভাড়াটিয়া মো: আব্দুর রহমানের পুত্র মো: শাকিল (২০) এবং খালিশপুর থানাধীন বৈকালী-পালপাড়া এলাকার জনৈক মোস্তফা এর বাড়ির ভাড়াটিয়া মৃত মান্নান হাওলাদারের পুত্র মো: রানা হাওলাদার (২৩)। গতকাল শনিবার দুপুর পৌনে ৩টার দিকে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নগরীর খুলনা আইনজীবি সমিতির ভবনের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
কেএমপির ডিবি পুলিশ জানায়, ডিবির ওসি মো: তৈয়মুর এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান চালিয়ে মো: রুবেল, মো: শাকিল এবং মো: রানা হাওলাদারকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছে থাকা চুরি কাজে ব্যবহৃত একটি ইজিবাইক ও ৩টি লিথিয়াম আয়ন ব্যাটারি জব্দ করেন। তারা দীর্ঘদিন ধরে ইজিবাইকে করে নগরীর বিভিন্ন এলাকায় চুরির সাথে জড়িত ছিলো। গ্রেফতারকৃতরা পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠি জেলার স্থানীয় বাসিন্দা। নগরীতে বিভিন্ন এলাকায় ঘর ভাড়া নিয়ে ভাড়াটিয়া হিসেবে বসাবস করতেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button