রূপসায় আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

# অগ্রণী ক্রীড়া সংস্থার উদ্যোগ #
রূপসা প্রতিনিধি ঃ রূপসায় শুক্রবার (১৫ নভেম্বর) রাতে খুলনার রূপসা উপজেলার নন্দনপুর গ্রামে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত শুক্রবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার নন্দনপুর গ্রামে অনুষ্ঠিত হয়। ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হয় আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল নাইট টুর্নামেন্ট।খেলায় বউবাজার রংধনু ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ইয়ং বয়েজ টু । খেলাটি আয়োজন করে ইউনিটি অফ তালবোন।খেলা শেষে মিজানুর রহমান খোকন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ নগদ ৭ হাজার টাকা প্রাইজমানি ও অন্যান্য পুরস্কার তুলে দেন অগ্রণী ক্রীড়া সংস্থার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাবেক খেলোয়ার মুহাম্মদ আফজাল আহমেদ জমাদ্দার। এছাড়া রানার্স আপ দলকে ট্রফি সহ নগদ ৪ হাজার টাকা ও প্রাইজমানি পুরস্কার তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ জাহিদুর রহমান ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুহাম্মদ শামীম আহমেদ জমাদ্দার, মুহাম্মদ মহাসিন জমাদ্দার, সাবেক ইউপি সদস্য মোঃ আলী খাঁন, ইনামুল হক সজল।
খেলাটি পরিচালনায় ছিলেন, সেখ টুটুল,মোঃ ইশা খান,রিপন গাজী, সজল, ফয়সাল, রমজান,শান্ত বায়জিদ,অন্তর,রিংকু সহ ইউনিটি অফ তালবন এর সকল সদস্য ।খেলাটি দেখার জন্য স্থানীয় গণ্য মান্য ব্যক্তিবর্গ সহ মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন।