স্থানীয় সংবাদ
নবীন নগর ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি: সামাজিক স্বেচ্ছা সেবী সংগঠণ নবীনগর ফাউন্ডেশনের কার্যানির্বাহী কমিটির এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধা সারে সাতটায় খুলনার ঐতিহ্য বাহী হোটেল টাইগার গার্ডেন এ,সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে সংগঠনের সার্বিক উন্নয়নে আগামীতে অসহায়দের দারিদ্র্র বিমোচনের পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প ,শিক্ষাবৃত্তি সহ বহুমুখি স্বেচ্ছা সেবামূলক কাজ করার বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ তিতুমীর হোসেন, এছাড়াও সভা সঞ্চালনা করেন মো:নাজমুল হাসান, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন এম, এস, শিবলী, । ঐছাড়াও উপস্থিত ছিলেন প্রকৌশলী শরিফুল ইসলাম বাব,ু সহ সাইফুল ইসলাম মিলন,জুবয়ের আহমেদ, ফজলুর করিম,সজিব খান,গোবিন্দ মন্ডল,মোমিন উদ্দিন রিপন ফকির, নাজমুল সহ অনেকে।