খালিশপুরে অনুমতি ছাড়া কেসিসির সড়ক খনন করায় লিবার্টি হল মালিককে জরিমানা

স্টাফ রিপোর্টারঃ খালিশপুরে খুলনা সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া সড়ক খনন করার দায়ে আ’লীগ নেতা লিবার্টি সিনেমা হলের মালিক মোঃ শাহজাহানকে ২০৪৫৮ টাকা জরিমানা করেছে। গত ১১ নভেম্বর কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা স্বাক্ষরিত অফিস আদেশে এ জরিমানা করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, কেসিসির ১০নং ওয়ার্ড অর্ন্তভুক্ত বিআইডিসি রোড়ের লিবার্টি হলের পূর্বপাশের কেসিসির রাস্তার সাইড কেটে রাস্তার সোলডার ক্ষতিগ্রস্ত করেছেন। যে কারণে কেসিসির বিপুল ব্যয়ে করা সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট এলাকার উপ-সহকারি প্রকৌশলী (এসও) জাহিদুল ইসলামর ক্ষতিগ্রস্ত সড়কের ক্ষতিপূরণ বাবদ ২০৪৫৮ টাকা এষ্টিেেমট করেছেন। এমতাবস্থায় পত্র প্রাপ্তির তিন কর্মদিবসের মধ্যে কেসিসির ক্ষতিগ্রস্ত রাস্তার ক্ষতিপূরণ বাবদ ২০৪৫৮ টাকা কেসিসির তহবিলে জমাদানসহ উক্ত টাকার ১৫% ভ্যাট সংশ্লিষ্ট খাতে জমাদানের ট্রেজারি চালানের মূল কপি কেসিসিতে জমা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা গেল। কেসিসির এষ্টেট অফিসার গাজী সালাউদ্দীন বলেন, সড়ক ক্ষতিগ্রস্তকারী মোঃ শাহাজান কেসিসির ক্ষতিপূরণের পত্র পেয়েছে। তিনি গতকাল পর্যন্ত টাকা জমা দেননি বলে তিনি জানান। উল্লেখ্য, সম্প্রতি শাহজাহানের ভাড়াটিয়া হোটেল মালিক রাতের আধারে সড়কের পাশ খনন করে পাইপ বসায়। বিষয়টি কেসিসি জানতে পেরে তা তদন্ত করে সত্যতা পায়।