স্থানীয় সংবাদ

খুলনা স্ট্রাইকার্স ক্লাবের কাছে ইয়ং খুলনা ব্লুজ ক্লাবের হার

# এবি ব্যাংক সিরাজ স্মৃতি ৩য় বিভাগ ক্রিকেট লীগ ২০২৪-২৫ #

প্রবাহ স্পোর্টস রিপোর্টার ঃ খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও এবি ব্যাংক পিএলসি এর পৃষ্টপোষকতায় “এবি ব্যাংক সিরাজ স্মৃতি ৩য় বিভাগ ক্রিকেট লীগ ২০২৪-২০২৫” এর খেলায় খুলনা স্ট্রাইকার্স ক্লাব ৮৬ রানে ইয়ং খুলনা ব্লুজ ক্লাবকে পরাজিত করে। শনিবার খুলনা জেলা স্টেডিয়ামে খুলনা স্ট্রাইকার্স ক্লাব প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সিয়াম সর্বোচ্চ ৮৪, ইয়াছিন অপরাজিত ৫৪ রান করেন। ইয়ং খুলনা ব্লুজ ক্লাব এর কনক ৬২ রানে ৪ উইকেট লাভ করেন। জবাবে ইয়ং খুলনা ব্লুজ ক্লাব ব্যাট করতে নেমে ৪২.০০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬২ রান করে। দলের পক্ষে সোহেল সর্বোচ্চ ৩০ রান করেন। খুলনা স্ট্রাইকার্স ক্লাব এর রাকিবুল ২০ রানে ৪ উইকেট লাভ করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button