ব্রেইন টিউমারে আক্রান্ত জুট মিল শ্রমিক হানিফের বাঁচার আশা কি নিভে যাবে?

স্টাফ রিপোর্টার ঃ খুলনার শিরোমনি শিল্প এলাকার জুট মিলের শ্রমিক হানিফ । হঠাৎ মাথাব্যাথার কারণে অসুস্থ হয়ে পড়লে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তাকে। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার জানান, হানিফের ব্রেইন টিউমার হয়েছে, আর সেটা দ্রুত ছড়িয়ে পড়ছে। এছাড়া ব্রেইনের ভেতর পানিও জমেছে। অপারেশন এবং অপারেশন পরবর্তী চিকিৎসায় সব মিলিয়ে প্রয়োজন ৩ লাখ টাকা। যোগিপোলে একটি ঝুপড়ি ঘড়ে নিয়ে বসবাস করে হানিফের পরিবার। । এই চিকিৎসার ব্যয়ভার বহন করা দরিদ্র পরিবারটির পক্ষে সম্ভব নয়।হানিফের পরিবারিক সুত্রে জানা যায় জুট মিলে কাজ করে সংসার চলতো সংসারে নুন আনতে পানতা ফুড়ায় এর মধ্যেই তাকে অপারেশন করাতে হবে। তিনি এজন্য সহযোগিতা চেয়েছেন, যাতে সময়মত ডাক্তাররা তার অপারেশন করাতে পারে।ইতিমধ্যে ধারদেনা করে চিকিৎসার জন্য আনুমানিক ২ লক্ষ টাকা খরচ হয়েছে। পুরো টাকা ম্যানেজ না হওয়ায় এখনো হানিফকে হাসপাতালে ভর্তি করা যায়নি। পুরো টাকাটা সংগ্রহ হলেই হানিফকে হাসপাতালে অপারেশনের জন্য ভর্তি করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে ।এদিকে সবার কাছে দোয়া চেয়ে হানিফ বলেছেন, সে আবার স্বাভাবিক ভাবে ফিরতে চায় এবং সবার সহযোগিতায় অপারেশন শেষে সুস্থ হয়ে এ সুন্দর পৃথিবীতে সকলের সাথে মিলে মিশে থাকতে চায়। হানিফকে যারা সহযোগিতা করতে চান তারা সরাসরি যোগাযোগ করতে পারেন হানিফের বিকাশ নং (০১৬৮৭৮২৮৩২৫)।